
জয়নগরে উদ্ধার ৩২ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল, গ্রেফতার দুই
- gangayo sundarbon barta

- Dec 9, 2025
- 1 min read
নিজস্ব প্রতিবেদক, জয়নগর : জয়নগর থানার
ধোষা এলাকায় অবৈধ মোবাইল ব্যবসার খবর পেয়ে সোমবার রাতে অভিযান পুলিশের, গ্রেফতার দুই যুবক । দুজনের বাড়ি জীবনতলা থানায় এলাকায়। । গ্রেফতার সাহিল শেখ ও বারিশ মোল্লা দুজনের বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ এলাকায়। ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩২টি ভিন্ন কোম্পানির মোবাইল ফোন । সূত্রের খবর বিভিন্ন এলাকায় চুরি যাওয়া মোবাইল সুন্দরবন লাগোয়া এলাকায় তারা কম দামে বিক্রি করতো। এর পিছনে আর কারা রয়েছে তার তদন্ত শুরু হয়েছে পুলিশ। ধৃত দুজনকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।







Comments