top of page
Search

দক্ষিন ২৪ পরগনা সর্ব প্রথম হাতে কলমে ড্রোনের প্রশিক্ষণ দেওয়া হলো কলেজ পড়ুয়াদের

দক্ষিন ২৪ পরগনা সর্ব প্রথম হাতে কলমে ড্রোনের প্রশিক্ষণ দেওয়া হলো কলেজ পড়ুয়াদের



উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বর্তমান সময়ে ড্রোনের ব্যবহার বাড়ছে।আর তাই কলেজ পড়ুয়াদের ড্রোন তৈরীর কৌশল ও এর কাজ সম্পর্কে হাত কলমে প্রশিক্ষন শিবির হয়ে গেল গোবিন্দপুরে।যা দক্ষিন ২৪ পরগনার মধ্যে এই জাতীয় শিবির প্রথম। শিক্ষা থেকে কর্মক্ষেত্র, প্রযুক্তির সেতুবন্ধন।আধুনিক প্রযুক্তি শিক্ষায় দুদিনের কর্মশালায় প্রশিক্ষন নিলেন শতাধিক কলেজ পড়ুয়া এস ভি এস টি কলেজে।উদ্ভাবন ও প্রযুক্তি একে অপরের পরিপূরক। আর স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার যাত্রা কখনো থেমে থাকে না। তরুণ ইঞ্জিনিয়ারদের হাতে-কলমে অভিজ্ঞতা ও শিল্পক্ষেত্রের জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করেছিলো দুই দিনের টেকনিক্যাল প্রশিক্ষন শিবিরের।বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে এস ভি এস টির বারুইপুর গোবিন্দপুরের ক্যাম্পাসে এই প্রশিক্ষন শিবির হয়ে গেল। যাতে মূল বিষয় ছিলো “ওয়েব ডিজাইনিং, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং আধুনিক আইটি টুলসে উদ্ভাবন” এবং “ড্রোন টেকনোলজিতে উদ্ভাবন ও স্টার্ট-আপ ডেভেলপমেন্ট।”এই দুদিনের প্রশিক্ষন শিবিরের মূল উদ্দেশ্য ছিল ছাত্র ছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং উদ্যোক্তা মনোভাবকে আর ও বেশী করে সমৃদ্ধ করা।এই শিবিরের প্রথম দিনটি ছিল ওয়েব ডিজাইনিং,অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং আধুনিক আইটি টুলসের ওপর।প্রথম দিনের এই শিবির টি পরিচালনা করেন দুই শিল্প বিশেষজ্ঞ।ইনফোমিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিই ও হরিদাস প্রামানিক এবং এইচ পি ইনফোমিডিয়ার সিনিয়র ওয়েব ও অ্যান্ড্রয়েড ডিজাইনার গোবিন্দ সরকার।লাইভ ডেমো, হাতে-কলমে প্র্যাকটিস ও ইন্টারঅ্যাকটিভ আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক ওয়েব ইন্টারফেস ডিজাইন, রেসপন্সিভ ওয়েব টেকনিক এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের মৌলিক ধারণা অর্জন করেন এখানে।বিশেষজ্ঞরা তাঁদের শিল্প ক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করেন,যা শিক্ষার্থীদের উদ্ভাবনে অনুপ্রাণিত করে।দ্বিতীয় তথা শেষ দিনে ড্রোন টেকনোলজি এবং স্টার্ট-আপ ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে শিবিরটি পরিচালিত হয়।যার শেষ দিনে উপস্থিত ছিলেন শিল্পক্ষেত্রের দুই বিশেষজ্ঞ, ইউএভি ইঞ্জিনিয়ার (গবেষণা ও উন্নয়ন), Drones Tech Lab এর সৌভিক ভুঁইয়া ও ইডিবিয়োনেডের প্রজেক্ট ম্যানেজার শুভ্রদীপ রায়।তাঁরা ড্রোনের কার্যপ্রণালী, কন্ট্রোল সিস্টেম, এবং আধুনিক এয়ারিয়াল প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।তারা হাতে কলমে ড্রোনের প্রশিক্ষন দেন পড়ুয়াদের।এস ভি আই এস টির অধ্যক্ষা ডক্টর সোনালি ঘোষ বলেন,

এস ভি আই এস টি সবসময় ইঞ্জিনিয়ারিং শিক্ষায় উদ্ভাবন, দক্ষতা বিকাশ এবং শিল্প একাডেমিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে আসছে । এই ধরনের শিবির শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে।এস ভি আই এস টির ECE বিভাগের যুগ্ম প্রধান ও সহকারী অধ্যাপক শীষেন্দু ভট্টাচার্য অনিন্দ্য ঘোষ বলেন, এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন ও আন্তর্জাতিক পেশাগত ক্ষেত্রের চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সহায়তা করবে।দুদিনের এই শিবিরের আহ্বায়ক তথা ECE বিভাগের সহকারী অধ্যাপক ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার ডক্টর আতাউর সাফি রহমান বলেন ,এই শিবির একাডেমিক জ্ঞান ও বাস্তব শিল্পক্ষেত্রের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা জাগ্রত করেছে।দুই দিনের এই শিবিরে অংশ নিয়ে খুশী পড়ুয়ারা।

 
 
 

Recent Posts

See All
জয়নগরে উদ্ধার ৩২ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক, জয়নগর : জয়নগর থানার ধোষা এলাকায় অবৈধ মোবাইল ব্যবসার খবর পেয়ে সোমবার রাতে অভিযান পুলিশের, গ্রেফতার দুই যুবক । দুজনের বাড়ি জীবনতলা থানায় এলাকায়। । গ্রেফতার সাহিল শেখ ও বারিশ মোল

 
 
 

Comments


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page