।।জয়নগরের ঐতিহ্য পরিদর্শনে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিকোলাস লো।।
- gangayo sundarbon barta
- Oct 6, 2021
- 1 min read
https://youtu.be/lzhVMfpAW8k পুরো ভিডিও টি দেখতে এই লিঙ্ক আ ক্লিক করুন ।



জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী মা জয়চন্ডী দেবীর মন্দির ও ধন্বন্তরী কালী মন্দির দর্শন করে গেলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিকোলাস লো।মঙ্গলবার বেলায় কলকাতা থেকে টানা সড়কপথে জয়নগর টাউনহল একটি অনুষ্ঠানে আসেন ডেপুটি হাইকমিশনার। অনুষ্ঠানের পরে তিনি ইতিহাস প্রসিদ্ধ জয়নগর-মজিলপুর এর দুটি মা কালীর মন্দির দর্শন করেন। ভক্তিভরে পুজো দেন। বেশ কিছুটা সময় মন্দিরে কাটান। পুরোহিতদের কাছ থেকে মন্দিরের ইতিহাস জানেন। নিজের ক্যামেরায় ছবিও তোলেন মন্দির ও ঠাকুরের।তিনি এদিন স্থানীয় মানুষদের সাথে কথা বলেন। এ দিন তাকে দেখতে মন্দির চত্বরে বহু মানুষ ভিড় জমান। তিনি এই দুটি মন্দির দেখে আপ্লুত হয়ে যান। জয়নগর-মজিলপুরের ইতিহাস জেনে নিজেকে গর্বিত মনে করেন এই জয়নগরে আসতে পেরে তিনি খুব খুশি। আগামী দিনে আবার এই এলাকায় আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এর পরে তিনি এখান থেকে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম ঘুরে সড়কপথে কলকাতায় রওনা দেন।
Comments