অত্যাধুনিক পুলিশ জিমন্যাসীয়াম ও কনফারেন্স রুমের উদ্বোধন হলো কাকদ্বীপে
- gangayo sundarbon barta
- Oct 25, 2021
- 1 min read
https://www.youtube.com/watch?v=_lWpKvCjIQA পুরো ভিডিও টি দেখতে এই লিঙ্ক আ ক্লিক করুন।
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সাগর : বর্তমান দুর্যোগ পূর্ণ আবহাওয়া ও সেই সঙ্গে অসংখ্য প্রতিকুলতাকে উপেক্ষা করে বুধবার সাগরের মনসাতলা গ্রামে গিয়ে পৌঁছলেন ব্যারাকপুর কেন্দ্রীয় অন্তস্থলীয় মৎস্য সংস্থা তথা সিফ্রির বৈজ্ঞানিকদের একটি বিশেষ দল। অতি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে সাগর এলাকার মৎস্যজীবী দের যে দূর্দশা তৈরি হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখা এবং তাদের সঙ্ঘবদ্ধ রাখতে ও উপার্জনের পথ দেখাতে এদিন মৎস্যজীবীদের সাথে কথা বলেন তাঁরা। এদিন সংস্থার ডিরেক্টর ডঃ বি. কে. দাস তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত ১০৫ জন মৎস্যজীবীর হাতে মাছের খাবার, মাছের চারা ও চুন তুলে দেন।সিফ্রি এই বছরেই সাগর এলাকার তপশিলি জাতি ভুক্ত ২৫০ জন এবং উপজাতি ভুক্ত ১০০ জন মৎস্যজীবীকে জীবন-জীবিকা উন্নতির জন্য মাছের চারা, খাবার ও চুন দিয়ে সাহায্য করবে। এ দিন সংস্থার ডিরেক্টর বি কে দাস বলেন, আগামী দিনে ও সিফ্রি একইভাবে এই এলাকার মৎস্যজীবী দের পাশে থাকবে। এ দিনের অনুষ্ঠানে আগত রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, এই উদ্যোগের সাথে সব সময় তিনি থাকবেন এবং সহায়তা করবেন। এদিন এ ছাড়া উপস্থিত ছিলেন নমামি গঙ্গে প্রকল্প বিষয়ক পরামর্শ দাতা ডঃ সন্দীপ বেহেরা সহ আরো অনেকে।
Comments