
অস্ত্রসহ একাধিক দূস্কৃতি গ্রেফতার জীবনতলায়
- gangayo sundarbon barta
- Aug 19
- 1 min read
বার্তা সংবাদদাতা,ক্যানিং : আবার পুলিশের বড়সড় সাফল্য।সোমবার রাতে গোপন সূএে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার ঘুটিয়ারী শরীফ ক্যাম্পের এস আই সুকুমার রুইদাস সহ পুলিশের বিশেষ টিম ঘুটিয়ারী শরীফ হাসপাতালের কাছ থেকে একসাথে ১৮- ২০ জনকে জটলা করতে দেখে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়।আর তার পরেই তাদের গ্রেপ্তার করে।ধৃতরা হল -হাবিব লস্কর (২৪),বাড়ি জীবনতলার দক্ষিণ মাখালতলা গ্রামে। সোহেল মোল্লা (১৫) বাড়ি দক্ষিণ মাখালতলা গ্রামে।আকবর মোল্লা (১৯), বাড়ি দক্ষিণ মাখালতলা গ্রামে।আফসার মোল্লা,বাড়ি বাঁশরা গ্রামে।সহিদ এস কে (২০বছর), বাড়ি দক্ষিণ মাখালতলায়।তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি স্বয়ংক্রিয় সাত মিমি ফায়ার আর্মস, একটি ভিভো মোবাইল, চার রাউন্ড সাত মিমি লাইভ অ্যাম্যুনিশন, একটি কালো রঙের মোবাইল, একটি স্কাই কালার মোবাইল ও একটি লোহার রড।ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয়।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।
Comments