আবার আগুন লাগার ঘটনা ঘটলো দক্ষিন বারশতে
- gangayo sundarbon barta
- Nov 14, 2021
- 1 min read
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : শীত পড়তেই আগুন লাগার ঘটনা বেড়ে চলেছে। আবার আগুন লাগার ঘটনা ঘটলো জয়নগরে। এখন পুজোর উৎসব চলছে। শনিবার ছিল ভাইফোঁটার বাজার। মিষ্টির প্রচুর চাহিদা এদিন। আর এদিনই মিষ্টি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে শনিবার বেলায় জয়নগর থানার দক্ষিন বারাশত বাজারের লোকনাথ সুইটসের মিষ্টি তৈরির কারখানায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেঁটে গিয়ে এই আগুন লেগেছে।এদিন আগুন লাগার সাথে সাথে স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় মানুষেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিনের আধ ঘন্টার চেষ্টায় শেষ মেষ আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতি সামান্য হলেও হতাহতের কোনো খবর নেই।-
Comments