আবার জয়নগরে পনের বলি গৃহবধূ,পলাতক স্বামী
- gangayo sundarbon barta
- Oct 28, 2021
- 1 min read
https://youtu.be/kGmMUJ2NBYg পুরো ভিডিও টি দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
নিজস্ব সংবাদ দাতাঃ জয়নগরের এক গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠলো তাঁর স্বামী ও শশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাসানপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম সালমা লস্কর (২১)।মৃত গৃহবধূর বাপের বাড়ি বকুলতলা থানার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রঘুনাথপুর এলাকায়। মৃতের দাদা আবদুর রহিম মোল্লা বলেন,২০১৯ সালে ২৫ শে মার্চ মুসলিম রীতি মেনে আমার বোনের সাথে জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাসানপুরের সওকাত মোল্লার ছেলে পেশায় দর্জী সাবির লস্করের সাথে বিবাহ হয়।বিয়ের এক বছর পর থেকে দিনের পর দিন পণের দাবি করে। প্রথম দিকে আমরা টাকা পয়সা কয়েকবার দিয়েছিলাম। কিন্তু ওর চাহিদা দিন দিন বেড়ে চলে। দেড় বছরের এক শিশু কন্যা আছে আমার বোনের।মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল আমার বোন। সোমবার ওরা আমার বোনকে শ্বাসরোধ করে ওর শশুর বাড়িতে মেরে ফেলে।প্রতিবেশীদের কাছ থেকে ঘটনার খবর পেয়ে আমরা বোনের শশুরবাড়ি গেলে দেখি বোনের দেহ ঘরের ভেতরে পরে আছে। শশুর বাড়ির লোকজন পলাতক।আমরা তখন ওখান থেকে বোনের দেহ নিয়ে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।মৃত গৃহবধূর স্বামী, শশুর,দেওর,ভাসুর সহ পরিবারের একাধিকের নামে মৃতের দাদা জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন সোমবার রাতে। অভিযোগ দায়ের এর পরে জয়নগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পরে মৃতার স্বামী সহ শশুর বাড়ির লোকজন পলাতক।তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
Comments