এক গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগে ধৃত গৃহবধূর মামাশশুর বকুলতলাতে
- gangayo sundarbon barta
- Nov 14, 2021
- 1 min read
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এক গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগে ধৃত গৃহবধূর মামা শশুর। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার মনিরতট ৫ নং গ্রামে। পুলিশ ও স্থানীয় সূএে জানা যায়,গত বছর নভেম্বর মাসে বাড়ি থেকে পালিয়ে প্রেম করে বিয়ে করে মনিরতট ৫ নং গ্রামের দেব কুমার নাইয়ার মেয়ে ষষ্ঠী নাইয়া(২১) পাশের নলগোড়া গ্রাম পঞ্চায়েতের সোনাটিকারি গ্রামের সঞ্জয় মুখার্জির ছেলে কৃষ্ণ মুখার্জিকে। কৃষ্ণ পুজোর আগে অন্ধপ্রদেশে ফিসারির কাজে গেছেন।বাড়িতে তাঁর প্রতিবন্ধী মা থাকে সবসময়। জানা যায়, শনিবার রাতে বাড়ির পাশে নদীর ধারে কালীপুজো উপলক্ষে গাজন গানের অনুষ্ঠান চলছিল। এমন সময় ষষ্ঠীর সম্পর্কে মামা শশুর মদ্যপ ধনঞ্জয় মুখার্জি জল খাবার নাম করে ষষ্ঠীর ঘরে যায়।এবং ষষ্ঠীকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। ষষ্ঠী নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে বিফল হয়। ষষ্ঠীর গলায় কাপড় পেঁচিয়ে দিয়ে মেরে ফেলার অভিযোগ করা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে।মৃতার ননদ সুজাতা চক্রবর্তী বলেন,আমি এ দিন বাড়িতে ছিলাম। হঠাৎ বৌদির চিৎকারে আমি ঘরে গিয়ে দেখি বৌদি বিছানায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। আর ধনঞ্জয় পালিয়ে গেছে।কাছে গিয়ে দেখি বৌদি ষষ্ঠী মৃত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমরা বকুলতলা থানায় যোগাযোগ করা হলে ও দিন রাতেই পুলিশ ধনঞ্জয়কে গ্রেফতার করে। ও দিন রাতেই পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে ময়না তদন্তের জন্য।রবিবার বেলায় মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে বকুলতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। আর এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূএে জানা গেল।
Comments