একটি অচৈতন্য অবস্থায় এক নাবালিকা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল।
- gangayo sundarbon barta
- Oct 2, 2021
- 1 min read
https://youtu.be/vpUAZrAjdQY সম্পূর্ণ ভিডিও টি দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর ঃ স্থানীয় মানুষ ও পুলিশের সহায়তায় পথভুলে হারিয়ে যাওয়া এক ১৫ বছরের নাবালিকাকে উদ্ধার করে বাড়ি পাঠানো হল।
শনিবার বেলায় জয়নগর থানার দক্ষিণ বারাশত গার্লস স্কুল সংলগ্ন এলাকায় একটি ১৫ বছরের নাবালিকা মেয়েকে অসংলগ্ন ভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের।এমন সময় ওই এলাকার এক মহিলা এগিয়ে এসে ওই নাবালিকা মেয়েটিকে যখন বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করতে যায় সেই সময় মেয়েটি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। ঐ মহিলা টি তৎক্ষনাত নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চোখে মাথায় জল দিলে ঐ নাবালিকার জ্ঞান ফেরে। এরপর তাঁর কাছ থেকে জানার চেষ্টা করে তাঁর বাড়ি কোথায় এবং কোথায় থেকে এখানে এসেছে, কিভাবে এসেছে।ওই নাবালিকা কোন কথার উত্তর দেয় না।আর তাই ওই মহিলা এলাকার বাসিন্দাদের জানানোর পরে জয়নগর থানার পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে জয়নগর থানার পুলিশ এসে ওই নাবালিকাকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে যায়।জয়নগর থানার পুলিশ ওই নাবালিকার সাথে কথা বলে তাঁর বাড়ির ফোন নাম্বার নেয় এবং বাড়ির লোককে জানানোর পরে বাড়ির লোকেরা এ দিন দুপুরে জয়নগর থানায় এসে উপস্থিত হন এবং ওই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় থানার পক্ষ থেকে।পুলিশ সূএে জানা গেল, উদ্ধার হওয়া ঐ নাবালিকার বাড়ি মন্দিরবাজার থানা এলাকায়।কোনো কারনবশত সে দক্ষিন বারাশতে চলে গিয়ে পথ হারিয়ে ফেলে।

জয়নগর থানায় এসে উপস্থিত হন এবং ওই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেয়।
Comments