top of page
Search

এবার ক্যানিং পূর্বের জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।

https://youtu.be/eqxDC8wcAm0



ree

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং: এবার ক্যানিং পূর্বের জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। মঙ্গলবার সকালে মন্ত্রী ক্যানিং পূর্বের দেউলি ১, দেউলি ২, সারেঙ্গাবাদ অঞ্চল সহ একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি এলাকার বিধায়ক সওকাত মোল্লাকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন।তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিন সকালে প্রথমে তিনি সারেঙ্গাবাদ এলাকার আদিবাসী পাড়ায় গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলেন। তাঁদের সাহায্যের জন্য নিজের তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। এরপর ক্যানিং ২ ব্লক কার্যালয়ে এলাকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও ব্লক প্রশাসনের সঙ্গে প্লাবিত এলাকা নিয়ে বিশেষ আলোচনা করেন। যেখানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, ক্যানিং ২ বিডিও প্রনব মণ্ডল সহ অনান্য আধিকারিকরা। প্রজেক্টরের মাধ্যমে এলাকার সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

এদিন এলাকা পরিদর্শন করতে মন্ত্রীকে ইঞ্জিন ভ্যান করে দেউলি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার গাঁতি, পারগাঁতি, মুখার্জি পাড়া সহ একাধিক জল প্লাবিত এলাকা পরিদর্শন করতে হয়। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা জানান, এলাকার সাধারণ মানুষের দাবি অনুযায়ী মৌখালিতে একটি সুইজ গেট করার কথা আলোচনা হয়েছে। বিদ্যাধরী নদীর সঙ্গে সংযুক্ত মাতলা নদীর জল নিকাশির মাধ্যমে দেউলি ২ খালের সংস্কারের কথাও হয়েছে। এলাকার জল জমার কারণ হিসাবে তিনি ড্রেনেজ সিস্টেমকেই দায়ী করেন। দ্রুত তা সমাধান করা হবে বলেও তিনি জানান। এদিন স্থানীয় বিধায়ক সওকাত মোল্লা জানান, এলাকার জমা জল নিকাশির দ্রুত ব্যবস্থার পাশাপাশি খালের সংস্কার ও নদী বাঁধ মজবুত করা হবে।

 
 
 

Comments


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page