
এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চ্যাটার্জি
- gangayo sundarbon barta
- Aug 18
- 1 min read
বার্তা সংবাদদাতা,কলকাতা : এবার নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এবার কি তবে জেলমুক্তি ঘটবে পার্থর?
নিয়োগ সংক্রান্ত ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি, সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থার মামলা করেছিল। ED-র মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছেন তিনি।এবার জামিন পেলেন CBI-এর মামলায়। তবে শুধুমাত্র গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলাতেই হল জামিন। এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা চলছে । তাই এখনই মুক্তি মিলছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। গ্রুপ D মামলায় অভিযুক্ত হয়ে CBI হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়।প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন অসুস্থ। বেসরকারি হাসপাতালের ICU-তে আছেন তিনি। গ্রুপ C মামলায় দীর্ঘদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি CBI। তাই সর্বোচ্চ আদালতে সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
Comments