উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: এবারে ভাঙড়ে তৈরি হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার নিয়ে বার বার সাবধান
করছেন পরিবেশবিদরা।আর দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা জরুরি বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অতীতে বহু বার প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দোকান, বাজারে অভিযান চালানো হয়েছিল। তারপরেও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যায়নি।পরিবেশবিদদের মতে, প্লাস্টিকের থলির ব্যবহারের গড় সময় ২৫-৩০ মিনিট। অথচ, সেই প্লাস্টিকের থলি নষ্ট হতে সময় লাগে প্রায় ২০০ ৩০০ বছর। পরিবেশ বান্ধব সমাজ গড়তে এ বার তাই ভাঙড়ে তৈরি হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট।ভাঙড় ১ ও ২ এবং ক্যানিং ২ নং ব্লক মিলিয়ে এ বার ভাঙড় ১ ব্লকের চন্দনেশ্বর ২ নং পঞ্চায়েতের মহেশপুকুর এলাকায় তৈরি করা হচ্ছে এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। ওই তিনটি ব্লকের ২৮টি গ্রাম পঞ্চায়েত এলাকার ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তা পুন: র্ব্যবহারের ব্যবস্থা করা হবে। এ জন্য কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)
Commentaires