
কাজল মিত্র :-আসানসোল জেলা হাসপাতালে মঙ্গলবার রোগী মৃত্যুর রেশ কাটল না
- gangayo sundarbon barta
- Oct 20, 2024
- 1 min read
কাজল মিত্র :-আসানসোল জেলা হাসপাতালে মঙ্গলবার রোগী মৃত্যুর রেশ কাটল না বুধবারও। মৃত যুবক সুরজ রুই দাসের মৃতদেহ গাড়িতে রেখেই বুধবার দুপুরে বিক্ষোভে নামে এলাকা বাসীরা। আসানসোলের জেলা হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে তারা। রাস্তা অবরোধের ফলে অবরুদ্ধ হয়ে পরে আসানসোলের ব্যস্ততম রাস্তা এস বি গড়াই রোড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। রাস্তা অবরোধ সরালেও হাসপাতালের প্রবেশ দ্বারে অবরোধ শুরু করে এলাকাবাসীরা। তাদের দাবি চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে যুবকের।প্রসঙ্গত, আসানসোলের রাধানগর এর যুবক সুরজ বিগত 14 তারিখ জ্বর ও পেটে ব্যাথা নিয়ে ভর্তি হয় হাসপাতালে। কিন্তু গতকাল খবর আসে যুবকের মৃত্যু হয়েছে। এর পরেই মৃত্যুর কারণ জানতে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যে চিকিৎসকের হাতে চিকিৎসা চলছিল তার সাথে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি বলে দাবি এলাকাবাসীর। এর পরেই আজ রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামে তারা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।
পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট
Kommentarer