কোভিড মোকাবিলায় তৎপর প্রশাসন,সচেতনতামূলক প্রচারাভিযান সর্বত্র
- gangayo sundarbon barta
- Oct 28, 2021
- 1 min read
https://youtu.be/fSxW2Gub3wU পুরো ভিডিও টি দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন ।
কোভিড প্রতিরোধে রাজ্য সরকারের নির্দেশাবলী মেনে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জির নির্দেশে এই পুলিশ জেলার সর্বত্র ১০০ শতাংশ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি থানা এলাকায় পুলিশ ও সাধারণ প্রশাসনের প্রতিদিন সচেতনতা কর্মসূচি সহ অভিযান চালানোর পাশাপাশি বুধবার কাকদ্বীপ বাজার এলাকায় কাকদ্বীপ মহকুমা শাসক অরন্য ব্যানার্জি ও কাকদ্বীপ মহাকুমা পুলিশ আধিকারিক অনিল কুমার রায়ের নেতৃত্বে ব্যাপক অভিযান চালানো হয়। ওই অভিযানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিডিও দিব্যেন্দু সরকার ও কাকদ্বীপ থানার আই সি শিবু ঘোষ। পথচারী ও ব্যাবসায়ীদের মাস্ক ব্যবহার অন্য সকলের মতো বাধ্যতামূলক একথা পরিস্কার ভাবে জানানোর সাথে সাথে এই নিয়ম লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ সেকথা স্মরণ করিয়ে দেওয়া হয়। দুঃস্থদের মধ্যে মাস্ক বিতরণও করা হয়। পুলিশ প্রশাসনের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
Comments