কালী পূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে বস্ত্র বিতরণ কর্মসূচী
- gangayo sundarbon barta
- Oct 29, 2024
- 1 min read
কাজল মিত্র :-কালী পূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ও ফুলবেরিয়া পঞ্চায়েত এর সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচী করা হল ফুলবাড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত আলকুশা গ্রামে।
বারাবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধান উপাধ্যায় তথা আসানসোল মেয়র ও তৃণমূলের যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে দূর্গা পূজা উপলক্ষে ব্লকের বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ কর্মসূচি করা হয়েছিল সেইসবের মধ্যে যেসব স্থানে বস্ত্র বিতরণ কর্মসূচি বাকি রয়ে গিয়েছিল সেই স্থানে কালী পূজা উপলক্ষে এই কাপড় গুলি বিতরন করা হল ।
এদিন এই বস্ত্র বিতরণ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, ফুলবাড়িয়া, গোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মুখার্জি, কাজল মিশ্র, সোমনাথ চক্রবর্তী , বিকাশ গোপ , নন্তু মুখার্জি সহ অনেকে ।
Comentarios