top of page
Search
Writer's picturegangayo sundarbon barta

কুলটি সেল কারখানায় ৫টি শ্রমিক সংগঠনের ডাকে একদিন ব্যাপি ধর্মঘট।


কাজল মিত্র :- AITUC , BMS, ,সহ পাঁচটি সর্ব ভারতীয় ট্রেড ইউনিয়নের ডাকে ষ্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের রাজ্যের সবকটি স্টিল প্লান্টের সামনে বিক্ষোভের মাধ্যমে ধৰ্মঘটের ডাক দেওয়া হয়েছে সোমবার সারাদিন ব্যাপি .বেতন বৃদ্ধি সহ চাকরি নিরাপত্তা এবং অন্যান্য বিভিন্ন দাবিতে সেলের বিভিন্ন কলকারখানায় যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতে সামিল হয়েছে কুলটির সেল রাইটস বা কুলটি গ্রোথ ওয়ার্কস। সোমবার সপ্তাহের শুরুর দিনে সকাল থেকেই শ্রমিকরা এখানে ধর্মঘট ডেকেছে এবং কার্যত্ব তারা একদিনের বেতন না নিয়েই এই ধর্মঘটে সামিল হয়েছে। প্রায় ৫০০ শ্রমিক কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের বাইরে বসে ধর্মঘট শুরু করেছে। শ্রমিকদের দাবি কেন্দ্র সরকারের ওয়েজেস অনুযায়ী তারা বেতন পাচ্ছেন না। যেখানে দুর্গাপুর এবং বার্নপুরে শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়েছে সেখানে একই সংস্থায় কাজ করা সত্ত্বেও কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়নি। কার্যত রাজ্য সরকারের নিয়মমাফিক তারা এখানে বেতন পাচ্ছেন যা প্রায় কেন্দ্রের বেতনের অর্ধেক। সেই কারণেই এই ধর্মঘট এবং আগামী দিনে বেতন বৃদ্ধি না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে শ্রমিকরা যাবেন এমনও হুঁশিয়ারি দিয়েছেন। একদিনের এই ধর্মঘটে অনেকটাই উৎপাদনে ঘাটতি হবে সেলের বিভিন্ন কারখানায়। কুলটি সেল ওয়ার্কসের পাশাপাশি বার্নপুর কারখানা এবং দুর্গাপুরের ডিএসপি কারখানাতে ধর্মঘট চলছেl মূল দাবী তে রয়েছে শ্রমিকদের 39 মাসের এরিয়ার চুক্তিমানা সহ ঠিকা শ্রমিকদের নতুন বেতন চুক্তি মানা ও শ্রমিকদের সঠিক বোনাস প্রদান, আন্দোলনকারীরা জানান তাদের এই আন্দোলন কর্তৃপক্ষ না মানলে চালিয়ে যাবেন বলে আজ সকাল ৯টার সময় জানিয়েছেন শ্রমিকরা।



পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট

0 views0 comments

Recent Posts

See All

কালী পূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে বস্ত্র বিতরণ কর্মসূচী

কাজল মিত্র :-কালী পূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ও ফুলবেরিয়া পঞ্চায়েত এর সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচী করা...

সমাজসেবী সংস্থা শশীও ফাউন্ডেশন ফের এক মাসের খাদ্যসামগ্রী তুলে দিলেন ৪০ জন পরিবারের হাতে।

কাজল মিত্র:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত ডেমোমেন স্থিত নেতাজি আই হাসপাতাল প্রাঙ্গনে প্রত্যেক মাসে বিনামূল্যে...

রূপনারায়নপুরে একটি বেসরকারি মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

কাজল মিত্র:-সালানপুর ব্লকে অন্তর্গত রূপনারায়নপুরে একটি বেসরকারি মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র...

Comments


Post: Blog2_Post
bottom of page