top of page
Search

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জেলা জুড়ে বাজি বিক্রির অপরাধে ধৃত সাত,উদ্ধার প্রচুর বাজি

https://youtu.be/zsfaLklCxu0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : কোভিড সময়কালে ও পরিবেশ দূষণ এবং শব্দ দূষন বন্ধ করতে কলকাতা হাইকোর্ট এবারে সব ধরনের বাজি বিক্রি, মজুত ও ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর তাই পুলিশ প্রশাসন ও হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে জেলা জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। বারুইপুর পুলিশ জেলা ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে এই সম্পর্কিত মাইকিং চলছে বিভিন্ন এলাকায়। আর ইতিমধ্যে সোমবার বারুইপুরের চাম্পাহাটির হাড়াল বাজি বাজারে হানা দিয়ে দশ হাজারের বেশি নিষিদ্ধ শব্দবাজি ও আতশ বাজি উদ্ধার করলো বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি বেআইনিভাবে বাজি মজুত করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোহিত মন্ডল ও সুরজিৎ মন্ডল নামে ধৃত দুজনকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে জয়নগর থানার পুলিশ দোকানে প্রচুর শব্দ বাজি মজুত রেখে বিক্রয় করার অভিযোগে রবিবার রাতে জয়নগর থানার বহড়ু এলাকা থেকে তিন জন দোকানদারকে গ্রেফতার করে। ধৃত তিন জন হলেন সাজিদ সেখ (২৫),বাবাই মারিক (৩৮) ও বাপি মন্ডল (৩৫)। ধৃতদের কাছ থেকে দোদমা, চকলেট বোমা,তুবড়ি রকেট সহ একাধিক প্রচুর শব্দ বাজি উদ্ধার হয়েছে।উদ্ধার হওয়া বাজির কেনা মূল্য কয়েক হাজার টাকা। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।আবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্দোগে মহেশতলার নুঙ্গী বাজি বাজারে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জীর নেতৃত্বে সোমবার পুলিশি হানা দেয়। পুলিশী হানায় এদিন গ্রেপ্তার করা হয় ২ জন বাজি বিক্রেতাকে ও।উদ্ধার করা হয় প্রচুর নিষিদ্ধ বাজি।এ দিনের অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়া ও উপস্থিত ছিলেন ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ, মহেশতলা এবং বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা।ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ও বারুইপুর এস ডি পি ও অভিষেক মজুমদার বলেন, এদিন শুধুমাত্র সতর্কতামূলক অভিযান করা হলো পরবর্তী সময়ে যদি কারোর দোকানে বাজি মজুত ও বিক্রি করা হয় তবে সেই দোকান মালিককেও আমরা গ্রেপ্তার করবো। জেলা জুড়ে বাজির বিরুদ্ধে এই অভিযান চলবে বলে পুলিশ সূএে জানা গেল।

 
 
 

Comments


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page