top of page
Search

খেলা হবে দিবসে শিক্ষককে মারধর

খেলা হবে দিবসে শিক্ষককে মারধর ভাঙড়ে



উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ভাঙড় : এবার ফুটবল খেলা নিয়ে বচসায় শিক্ষককে মারধরের ঘটনায় ভাঙড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক।শনিবার খেলা হবে দিবসে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সৃষ্টি হয় ভাঙড়ে। শিক্ষককে এলোপাথাড়ি কিল চড়-ঘুসির অভিযোগ। আক্রান্ত শিক্ষক। অভিযুক্ত বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম। ভাঙড় ২ নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ ও তিনি। তাঁর বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ঐশিক্ষক।শনিবার কারবালা ফুটবল ময়দানে ভাঙড় ২ নং ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃরাজ‍্য ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলার সূচনায় উপস্থিত ছিলেন বিডিও পার্থ বন্দ‍্যোপাধ‍্যায়, বিধায়ক শওকত মোল্লা-সহ স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা।এদিন ফাইনালে মুখোমুখি হয় ভগবান হাইস্কুল এবং হাতিশালা সরোজিনী হাইমাদ্রাসা। দুই স্কুল দলের খেলাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। তারপর খেলা চলাকালীন মাঠের বাইরে শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে।আক্রান্ত শিক্ষক নাসিরউদ্দিন উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ,মাঠে খেলা চলাকালীন ভগবানপুর হাই স্কুলের সভাপতি খয়রুল ইসলামের নেতৃত্বে কিছু বহিরাগত আমাদের উপরে চড়াও হয়। প্রথমে মুখে ঘুসি মারে। এরপর ৩০ জন ঘিরে ধরে মারধর করে আমাদের। তিন শিক্ষককে মারধর করা হয়। ছাত্রছাত্রীদের ধমক দেওয়া হয়। গালিগালাজ করা হয়।পুলিশ অভিযোগপত্রের রিসিভ কপি দিতে অস্বীকার করেন বলে অভিযোগ।

 
 
 

Comments


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page