চিন্ময় প্রভুর নি:শর্তে মুক্তির দাবিতে জয়নগরে প্রতিবাদ সভা হয়ে গেল
- gangayo sundarbon barta
- Dec 8, 2024
- 1 min read
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় রবিবার বিকালে বাংলাদেশে ইসকনের চিন্ময় প্রভুর নি: শর্তে মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের প্রতিবাদে জয়নগর থানার মোড়ে প্রতিবাদ সভা হয়ে গেল।এদিন উওর দূর্গাপুর থেকে,জয়নগর তিলি পাড়া থেকে, জয়নগর মজিলপুর বুড়োর ঘাট থেকে ও জয়নগর মজিলপুর জে এম টেনিং স্কুল মোড় থেকে মোট চারটে মিছিল এসে জয়নগর থানার মোড়ে জমায়েত হয়।এবং জয়নগর থানার মোড়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।হিন্দু সমাজের উপর এই বর্বরোচিত হামলার তীব্র ভাষায় নিন্দা করা হয়। এদিন বাংলাদেশ সরকারের প্রধান ইউনুসের ছবিতে জুতোর মালা পড়িয়ে কুশ পুওলিকা পোড়ানো হয়।এদিনের এই প্রতিবাদ সভায় বহু হিন্দু ধর্মের মানুষ অংশ নেন।যেকোনো ধরনের গন্ডগোল এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিলো এদিন।
Comments