
ছত্তিশগড়ে মাও নাশকতায় বোমা ফেটে মৃত জওয়ান, আহত ২
- gangayo sundarbon barta
- Aug 18
- 1 min read
সুজন চক্রবর্তী: গোটা ভারত জুড়ে চলছে মাওবাদী দমন অভিযান। তা সত্ত্বেও এলাকায় এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। সোমবার (১৮ আগস্ট ) সকালে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ হলেন ছত্তিশগড়ের এক জওয়ান। বোমা ফেটে আহত ২। জানা যায়, এদিন সকালে ইন্দ্রবতী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মাওদমন অভিযান বেরিয়েছিল ছত্তিশগড় পুলিশের ডিস্টিক্ট রিজার্ভ গাড। ওই এলাকায় আইইডি পুঁঁতে রেখেছিল মাওবাদীরা। সোমবার (১৮ আগস্ট ) সকালে বাহিনীর টহল দেওয়ার সময়ই আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনেশ নাগ নামে এক জওয়ানের। আহত হন আরও ২ জওয়ান। অবিলম্বে তাঁদের জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়। আপাতত ২ জওয়ানের চিকিৎসা চলছে।
Comments