top of page
Search

জিমি দিমির দাপটে আইএসএল এর ডার্বিতে অপরাজিত মোহনবাগান। টানা পাঁচ ম্যাচে হার ইস্টবেঙ্গলের


মৃগাঙ্ক সরকার- মোহনবাগান ২ (ম্যাকলারেন, দিমিত্রি)। *ইস্টবেঙ্গল* : ০

শনিবার অর্থাৎ ১৯ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবলে একে অপরের মুখোমুখি হয়। আর সেই ম্যাচের শুরু থেকেই গোলের সন্ধানে যেতে থাকে মোহন বাগান শিবির। তবে এদিন ইস্টবেঙ্গলও কিছুটা হলেও আক্রমণ করতে থাকে। যার ফলে প্রথমার্ধে কিছুটা জমে ওঠে ম্যাচ। যদিও ম্যাচের শুরুতেই একটি গোল করে নিতে পারত বাগান শিবির। কিন্তু তা অফসাইড এর জন্য হয়নি। তবে প্রথমার্ধের কয়েক মিনিট আগে অর্থাৎ ৪১ মিনিটের মাথায় মনবীরের বাড়ানো পাস থেকে দুর্দান্ত একটি গোল করেন জেমি ম্যাকলারেন। অজি বিশ্বকাপারের গোলেই এগিয়ে যায় সবুজ মেরুন।

আর শেষ মুহূর্তে কফিনের শেষ পেরেক পেনাল্টি থেকে করলেন পেত্রাতোস।আর তাতেই মরশুমের প্রথম ডার্বিতে জয় মোহনবাগানের ।

আই এস এল এ টানা চারটি ম্যাচ হারার পর ডার্বিতেও হারে হারের সংখ্যা পাঁচ করল ইস্টবেঙ্গল। ০-২ গোলে জয়ী হল বাগান বাহিনী। শনিবার ছিল মরশুমের প্রথম ডার্বি। তাই খেলা শুরুর থেকেই ঝড় তুলতে দেখা যায় মোহনবাগানকে । প্রথম থেকেই মাঠে আগ্রাসী মেজাজ। মোহনবাগানের মুহুর্মুহু আক্রমণে অনেকটাই ছন্নছাড়া দেখায় ইস্টবেঙ্গলকে।

গোটা ম্যাচ জুড়ে অক্লান্ত পরিশ্রম করলেন গ্রেগ স্টুয়ার্ট। অন্যদিকে সেই আঁধারেই রইল ইস্টবেঙ্গল। কোচ বদলেও সাফল্য এল না। এখনও জয়ের দেখা পেল না ইস্টবেঙ্গল। টানা পাঁচ ম্যাচ হেরে লিগ টেবিলে সবার শেষে থাকল অস্কার ব্রুজোর দল। আর বাগান বাহিনী উঠে এল আই এস এল এর দ্বিতীয় স্থানে।


*মোহনবাগানের প্রথম একাদশ:* বিশাল কাইথ, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, আশিস রাই, শুভাশিস বোস (অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন।


*ইস্টবেঙ্গল প্রথম একাদশ:* প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, প্রভাত লাকরা, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, নন্দ কুমার, ক্লেটন সিলভা (অধিনায়ক), মাদিহ তালাল, ডেভিড।

 
 
 

Recent Posts

See All
চিন্ময় প্রভুর নি:শর্তে মুক্তির দাবিতে জয়নগরে প্রতিবাদ সভা হয়ে গেল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় রবিবার বিকালে বাংলাদেশে ইসকনের চিন্ময় প্রভুর নি: শর্তে মুক্তি ও...

 
 
 
কালী পূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে বস্ত্র বিতরণ কর্মসূচী

কাজল মিত্র :-কালী পূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ও ফুলবেরিয়া পঞ্চায়েত এর সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচী করা...

 
 
 
সমাজসেবী সংস্থা শশীও ফাউন্ডেশন ফের এক মাসের খাদ্যসামগ্রী তুলে দিলেন ৪০ জন পরিবারের হাতে।

কাজল মিত্র:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত ডেমোমেন স্থিত নেতাজি আই হাসপাতাল প্রাঙ্গনে প্রত্যেক মাসে বিনামূল্যে...

 
 
 

Commentaires


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page