মৃগাঙ্ক সরকার- মোহনবাগান ২ (ম্যাকলারেন, দিমিত্রি)। *ইস্টবেঙ্গল* : ০
শনিবার অর্থাৎ ১৯ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবলে একে অপরের মুখোমুখি হয়। আর সেই ম্যাচের শুরু থেকেই গোলের সন্ধানে যেতে থাকে মোহন বাগান শিবির। তবে এদিন ইস্টবেঙ্গলও কিছুটা হলেও আক্রমণ করতে থাকে। যার ফলে প্রথমার্ধে কিছুটা জমে ওঠে ম্যাচ। যদিও ম্যাচের শুরুতেই একটি গোল করে নিতে পারত বাগান শিবির। কিন্তু তা অফসাইড এর জন্য হয়নি। তবে প্রথমার্ধের কয়েক মিনিট আগে অর্থাৎ ৪১ মিনিটের মাথায় মনবীরের বাড়ানো পাস থেকে দুর্দান্ত একটি গোল করেন জেমি ম্যাকলারেন। অজি বিশ্বকাপারের গোলেই এগিয়ে যায় সবুজ মেরুন।
আর শেষ মুহূর্তে কফিনের শেষ পেরেক পেনাল্টি থেকে করলেন পেত্রাতোস।আর তাতেই মরশুমের প্রথম ডার্বিতে জয় মোহনবাগানের ।
আই এস এল এ টানা চারটি ম্যাচ হারার পর ডার্বিতেও হারে হারের সংখ্যা পাঁচ করল ইস্টবেঙ্গল। ০-২ গোলে জয়ী হল বাগান বাহিনী। শনিবার ছিল মরশুমের প্রথম ডার্বি। তাই খেলা শুরুর থেকেই ঝড় তুলতে দেখা যায় মোহনবাগানকে । প্রথম থেকেই মাঠে আগ্রাসী মেজাজ। মোহনবাগানের মুহুর্মুহু আক্রমণে অনেকটাই ছন্নছাড়া দেখায় ইস্টবেঙ্গলকে।
গোটা ম্যাচ জুড়ে অক্লান্ত পরিশ্রম করলেন গ্রেগ স্টুয়ার্ট। অন্যদিকে সেই আঁধারেই রইল ইস্টবেঙ্গল। কোচ বদলেও সাফল্য এল না। এখনও জয়ের দেখা পেল না ইস্টবেঙ্গল। টানা পাঁচ ম্যাচ হেরে লিগ টেবিলে সবার শেষে থাকল অস্কার ব্রুজোর দল। আর বাগান বাহিনী উঠে এল আই এস এল এর দ্বিতীয় স্থানে।
*মোহনবাগানের প্রথম একাদশ:* বিশাল কাইথ, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, আশিস রাই, শুভাশিস বোস (অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন।
*ইস্টবেঙ্গল প্রথম একাদশ:* প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, প্রভাত লাকরা, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, নন্দ কুমার, ক্লেটন সিলভা (অধিনায়ক), মাদিহ তালাল, ডেভিড।
コメント