বিশেষ সংবাদদাতা, নামখানাঃ প্রাকৃতিক দুর্যোগের কারনে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সুন্দরবনের জম্বুদ্বীপের কাছে। তবে এই ঘটনায় ৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও উপকূল রক্ষী বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ দিন আগে পাথরপ্রতিমা এলাকার রামগঙ্গা থেকে ৫ জন মৎস্যজীবী রাজরাজেশ্বরী নামক একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ছিল। মঙ্গলবার রাতে যখন ট্রলারটি জম্বু দ্বীপে দাঁড়িয়ে ছিল, সেই সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তাল সমুদ্রের ঢেউয়ে মুখে পড়ে ট্রলারের নিচের অংশটি ফেটে যায়। সঙ্গে সঙ্গে মৎস্যজীবীরা চিৎকার শুরু করে দেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে ওই ট্রলারের আশেপাশে অন্য কোন ট্রলার ছিল না। তাই স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে যান রাজরাজেশ্বরী ট্রলারে মৎস্যজীবীরা। তবে ওই সময় মৎস্যজীবীদের মোবাইলে কানেকশন থাকায় তাঁরা বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়াও জম্বুদ্বীপ এ থাকা বকখালি বনদপ্তর সঙ্গে যোগাযোগ করেন। এরপরই জম্বুদ্বীপ থাকা বকখালি বনদপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা নজরুল সাহেবের উপর দায়িত্ব দিয়ে একটি ট্রলার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। ওই ট্রলারটি গিয়েও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে। উত্তাল সমুদ্রের মাঝে দীর্ঘসময় খোঁজার পর রাজরাজেশ্বরী ট্রলারের ৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। এদিন রাত বারোটার সময় উদ্ধার হওয়া মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় ওই মৎস্যজীবীদের বাড়ির লোকজনকে। বুধবার সকাল বেলায় বাড়ির লোকজনের কাছে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়া হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও উপকূল রক্ষী বাহিনীর ভূমিকায় খুশি এলাকাবাসী।
top of page
bottom of page
Comentários