top of page
Search

জয়নগরে পনের দাবীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ,গ্রেপ্তার স্বামী।



জয়নগরে পনের দাবীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ,গ্রেপ্তার স্বামী।

বিয়ের মাত্র ন'মাসের মধ্যেই এবার দাবিমতো পনের টাকা না মেলায় ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বশুরবাড়িতেই শ্বাসরোধ করে খুন করার অভিযোগ এনেছে মৃতের বাপের বাড়ির লোকজনl আর এই ঘটনা তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত স্বামী সাহাবুল ঢালীকেlজয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের পদ্মেরহাট গ্রামের ঢালীপাড়া সাহাবুল ঢালীর সাথে ন'মাস আগেই দেখাশোনা করে বিয়ে হয়েছিল একই থানা এলাকার জাংগালিয়া গ্রাম পঞ্চায়েতের আইউব আলী সর্দারের মেয়ে বেবি খাতুনের(২২)l বিয়ের দেড় মাস পর থেকেই শুরু হয় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়ার পর্বl শুরুতেই মেয়ের সংসারের কথা ভেবেই বাবা ২০ হাজার টাকা জামাইয়ের দাবিমতো দিয়েছিলেনlআবারো বেবিকে চাপ দেওয়া হয় বাপের বাড়ি থেকে দশ হাজার টাকা আনার জন্যl বেবি সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে গিয়ে আবারও বাবার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে আসেl আইয়ুব আলী সরদার ভেবেছিলেন সম্ভবত এবার থেকে অন্তত মেয়ে সুখে সংসার করতে পারবেlকিন্তু ঘটলো তার উল্টোlগত বৃহস্পতিবার আবারও মেয়েকে এক প্রকার অত্যাচার করেই বাপের বাড়িতে জোর করে পাঠায় অভিযুক্ত জামাই সাহাবুল ঢালী এবং দাবি করা হয় ১ লক্ষ টাকা দিতে হবে বাড়ি ও ব্যবসার জন্যl কিন্তু অতো টাকা দেওয়ার সামর্থ্য নেই সামান্য সামান্য রাজমিস্ত্রির জোগাড়ে আইয়ুব আলী সরদারেরl টাকা না নিয়ে বাড়িতে ফিরলে তার ওপর অত্যাচার বাড়বে সেটা বুঝে বেবি আর শ্বশুর বাড়িতে ফিরতে চাইছিল নাlকিন্তু তার ননদ এসে তাকে আবার নিয়ে যায় পদ্মের হাটের শ্বশুরবাড়িতেlএরপর শুরু হয় অত্যাচারl এর মধ্যেই পদ্মেরহাট ঢালীপাড়া থেকে ফোনে জাঙ্গালিয়ার বাড়িতে খবর আসে যে, বেবির অবস্থা অবস্থা অত্যন্ত খারাপlদ্রুত সেখানে আসার জন্যlএই ফোন পেয়ে তারা তড়িঘড়ি সেখানে গিয়ে দেখে যে বাড়ির বারান্দায় সেখানে বেবি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেl অথচ শ্বশুরবাড়িতে, স্বামী কিংবা শ্বশুরবাড়ির কোন লোকজনকেই দেখা যায়নিlসেই অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় পদ্মের হাট গ্রামীণ হাসপাতালেl চিকিৎসকরা ওই গৃহবধূকে দেখেই মৃত বলে ঘোষণা করে দেয়lএরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে পনের দাবীতে শ্বশুরবাড়িতে শ্বাসরুদ্ধ করে খুন করার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে দায়ের করেlতদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে মৃত ওই গৃহবধূর স্বামী সাহাবুল ঢালীকেl ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানোর জন্য যখন থানা থেকে ডাক্তারি পরীক্ষা করাতে পদ্মেরহাট হাসপাতালের নিয়ে আসা হয় সেই সময় পুলিশের গাড়ি ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে থাকে মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনl তড়িঘড়ি পুলিশ সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যায় আদালতের পথেl এদিকে মৃত গৃহবধূর স্বামী সাহাবুল ঢালীর ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় মৃতার পরিজনেরা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জয়নগর থানা সূত্রে জানা গেল।

 
 
 

Comments


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page