উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগরের নাবালিকা ছাএীর খুনের পর থেকে উৎসবের মধ্যে ও প্রতিবাদ কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ।ঘরে ঘরে লক্ষ্মী পুজোর রেওয়াজ চলছে এখনো জয়নগরে। কিন্তু এ বার সেই লক্ষ্মী পুজোর তোড়জোড় ছিল না। গ্রামের মানুষ বছর ৯-এর ছাত্রীর মৃত্যুতে শোকাহত। অভিযুক্তের ফাঁসির দাবি জানান তাঁরা। পুজোর আগে কোচিং থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রীটি। পরে জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়। ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয় বলেঅভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ।কিন্তু ওই ছাত্রীর মৃত্যুর পর থেকেই গ্রামে পুজোর আনন্দ মাটি হয়ে গিয়েছে। শুক্রবার আলিপুরে জেলা দায়রা আদালতে পকসো কেসে এই ঘটনায় ধৃত যুবককে তোলা হলে বিচারক তাকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। জয়নগর থানার পুলিশ ধৃতের জেল হেফাজত চেয়েছিল বলে জানা গিয়েছে।মৃতের গ্রামের মানুষের দাবি, গ্রামের লক্ষ্মীর বিচার চান তাঁরা। চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হতেই তার বাড়ির লোকেদের দাবি ছিল, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু পুলিশ প্রথমে ধর্ষণের কথা মানতে চায়নি বলে অভিযোগ।শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে পকসো মামলা হয়।এর পর ময়নাতদন্তের রিপোর্টেও ওই ছাত্রীকে ধর্ষণের প্রমাণ মেলে। ছাত্রীর মা শনিবার সকালে বলেন, ‘যে বা যারা আমার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তাদের যেন ফাঁসি হয়। পুলিশ ঘটনাটি ধামাচাপা না দিয়ে ভালো করে তদন্ত করুক। সেইসঙ্গে মহিষমারি পুলিশ ক্যাম্পের যিনি ইনচার্জ ছিলেন তার যেন কঠোর শাস্তি হয়।’শনিবার বেলায় জয়নগর ১ নং ব্লক কংগ্রেস কমিটি ও জয়নগর মজিলপুর টাউন কংগ্রেসের উদ্যোগে জয়নগর থানার মোড়ে ঐ নাবালিকার খুনের সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো।এবং জয়নগর থানায় ডেপুটেশন ও দেওয়া হয়।এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেল,টাউন কংগ্রেসের সভাপতি কুমারেশ ঘোষ, জয়নগর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি শংকর রায়, তপন মন্ডল,তারিক আনোয়ার সেখ সহ আরো অনেকে। অপরদিকে মা লক্ষ্মীর বিচার মঞ্চের উদ্যোগে সঠিক বিচারের দাবিতে শনিবার বিকালে জয়নগর থানার মহিষমারির হাটে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা হয়ে গেল। যাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নাট্যকার চন্দন সেন, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকান্তি গাঙ্গুলী,সুজন চক্রবর্তী থেকে শুরু করে চিকিৎসক, সমাজকর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।আর এই সভাকে ঘিরে অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়।এদিন এই প্রতিবাদ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন।প্রত্যেকের এদিন একটাই দাবি তোলেন নাবালিকা ছাএীর খুনের বিচার চাই।
top of page
bottom of page
Comments