https://youtu.be/E7bM7jUePqs পুরো ভিডিও দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার স্কুলে চুরির ঘটনা ঘটলো। পুলিশ ও স্থানীয় সূএে জানা গেল, কোভিড সময়কালে দীর্ঘ দুবছর ধরে পঠন পাঠন বন্ধ হয়ে পড়ে আছে। শুধু মাএ প্রতিমাসে নিয়মকরে মিড ডে মিলের খাদ্য সরবরাহের কাজ চলছে স্কুলে স্কুলে। বৃহস্পতিবার বেলায় মিড ডে মিলের জিনিসপএ দেখা ও পরীক্ষা সংক্রান্ত কিছু কাজের জন্য স্কুলে এসে এক শিক্ষিকা দেখেন স্কুলের অফিস ঘরের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। আর ঘরের ভেতরে থাকা আলমারি খোলা,কাগজপএ ছড়ানো ,থালা, বাটি,গ্লাস নেই। মিড ডে মিলের চাল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।বেশ কিছু চাল ও টাকা চুরি হয়ে গেছে।আর এই ঘটনাটি ঘটেছে জয়নগর চক্রের বকুলতলা থানার মধ্য ময়দা যুমনা প্রানকৃষ্ণ শিশু শিক্ষা কেন্দ্রে।ওই কেন্দ্রের মুখ্য সহায়িকা লীলা পাল বলেন, বৃহস্পতি বার বেলায় আমি আমাদের এক শিক্ষিকার মাধ্যমে খবরটা পেয়ে স্কুলে ছুটে আসি।এসে দেখি এই ঘটনা ঘটেছে।আগে এই ধরনের ঘটনা কোনো দিন ঘটে নি।আমি এ ব্যাপারে স্কুল পরিদর্শক ও বকুলতলা থানায় জানিয়েছি।বকুলতলা থানার তরফে ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূএে জানা গেল। তবে এ ব্যাপারে জয়নগর চক্রের অবর স্কুল পরিদর্শক শান্তি গোপাল দাসের সাথে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Comments