https://youtu.be/4izgqfw2U1w
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : টানা বৃষ্টির জেরে ৩০০ বছরের প্রাচীন জয়নগর মজিলপুর সাদা দত্ত বাড়ির একাংশ ভেঙে পড়ল।জয়নগর মজিলপুরের ৩০০ বছরের পুরানো সাদা দত্তবাড়ির দোতলার এক অংশটি ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান প্রাক্তন পুর প্রশাসক সুজিত সরখেল ও প্রাক্তন পুরপিতা মনুজেন্দ্র নাথ বম্ভ্রচারী। পরে জয়নগর থানার পুলিশ এবং বর্তমান পুরপ্রশাসক সুকুমার হালদার এলাকায় যান। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন। পুরপ্রশাসক সুকুমার হালদার বলেন, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি এই ব্যাপারে। এলাকার লোক জনদের আবেদন করতে বলেছি যাতে পুরোপুরি ভেঙে দেওয়া যায়। তারপর সেচ দপ্তরের সঙ্গে কথা বলা হবে। মজিলপুরের ২ নম্বর ওয়ার্ডের জমিদার ফণিন্দ্রনারায়ন দওের বাড়িটি সাদা দত্তের বাড়ি বলে এলাকায় পরিচিত।কয়েক দিনের টানা বৃষ্টির জেরে এই জমিদার বাড়ির ভগ্ন প্রায় তিনতলা বাড়ির দোতলার বারান্দার অংশ আচমকা ভেঙে নিচে পড়ে যায়। চারদিকে ইটের স্তূপ জমে যায়। এই বাড়ির ভাড়াটিয়া ৮০ বছরের প্রবীণ কানাই দাস ও তাঁর স্ত্রী সুভ্রদা দাস বলেন, ৪৮ বছর ধরে এই বাড়িতে রয়েছি আমরা। এদিন ঘরে শুয়ে ছিলাম আমরা।আচমকা প্রতিবেশীদের চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসি। ঘরের ছাউনি থেকে অনেকদিন ধরেই জল পড়ছিল। এদিন সকাল থেকেই তিনতলা থেকে ইট খসে পড়ছিল। কিন্তু দোতলার অংশও ভেঙে পড়বে ভাবিনি। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল বাড়ি কাত হয়ে পড়েছে।এখন কি হবে জানি না। বৃহস্পতিবার বেলায় পৌরসভার ইঞ্জিনিয়াররা ভাঙা বাড়ির অংশ সরেজমিনে পরিদর্শন করেন। এবং এ ব্যাপারে এই বাড়ির মালিকদের সাথে কথা বলা হবে বলে পৌরসভা সূএে জানা গেল।
Comentarios