উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মানুষের জীবন বাঁচাতে প্রয়োজন রক্তের। আর রক্তের সেই প্রয়োজন মেটাতে দরকার রক্তদান শিবিরের।আর তাই শনিবার জয়নগর বিধানসভার গড়দেওয়ানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রক্তের যোগান মেটাতে জয়নগর ২ নং ব্লকের ঠাকুরচক তেলিপুকুর এফ পি স্কুলে এক রক্তদান শিবির হয়ে গেল।উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,বকুলতলা থানার ওসি প্রদীপ রায়,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম সেখ,ওয়াহিদ মোল্লা, গড়দেওয়ানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সাহাবুদ্দিন শেখ,জয়নগর ২ নং ব্লক তৃনমূল যুব কংগ্রেস সভাপতি হারুন রশিদ মোল্লা,গড়দেওয়ানি পঞ্চায়েত প্রধান সালমা মোল্লা সহ আরো অনেকে।একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে সহায়তায় এদিনে এই শিবিরে ছিল উপচে পড়া ভীড়। এদিন লাইন দিয়ে বহু মানুষ রক্তদানের মতন মহান কাজের শরিক হলেন। এদিন মোট ৬৪৮ জন রক্তদান করেন এই শিবিরে।আর এদিন এই শিবিরের উদ্বোধন করে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, রক্তদান মহান কাজ। মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। তাই সামাজিক কাজ হিসেবে তৃণমূল মানুষের পাশে থাকে আগামী দিনেও থাকবে,আর এদিন তারই অঙ্গ হিসেবে এই শিবিরে রক্তদাতাদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। এদিন এই রক্তদান শিবিরে অংশ নেওয়া সকল স্তরের মানুষকে ধন্যবাদ জানালেন গড়দেওয়ানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সাহাবুদ্দিন শেখ।অপরদিকে এদিন জয়নগর বিধানসভার বহড়ু দিঘীরপাড় গ্রাম বাসীদের উদ্যোগে দিঘীরপাড় এফ পি স্কুলে এক রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন।
top of page
bottom of page
Comments