পুলিশের নাকা চেকিং এ উদ্ধার নয়টি চোরাই মটরবাইক, ধৃত দুই বকুলতলাতে
- gangayo sundarbon barta
- Sep 29, 2021
- 1 min read
নিজস্ব সংবাদদাতা বকুলতলাঃ পুলিশের নাকা চেকিং এ উদ্ধার নয়টি চোরাই মটরবাইক ,ধৃত দুই। বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার পুলিশের উদ্দ্যোগে থানা এলাকার বিভিন্ন এলাকায় নিয়মিত নাকা চেকিং করা হয়। আর সোমবার রাতে এই নাকা চেকিং করার সময় মহিষমারি দক্ষিন বারাশত রোডের তারানগর মোড়ের কাছে পুলিশের হাতে কাগজ পএ হীন ভাবে দুটি মটরবাইক ধরা পড়ে।আর পুলিশের তৎপরতায় এই ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ে ধৃত দুই গাড়ি চোর। ধৃত দুই জন হল মানডাল সেখ(৩১), বাড়ি জয়নগর থানার সরিসাদা এলাকায় এবং বারকাটুল্লা লস্কর অরফে মিঠু (৩২),বাড়ি কুলতলি থানার বেনীমাধবপুর এলাকায়।ধৃতদের জিজ্ঞেসাবাদ করে পুলিশ বিভিন্ন কোম্পানীর চুরি যাওয়া নয়টি মটরবাইক উদধার করে।ধৃতরা এই মটরবাইক গুলি জয়নগর, বকুলতলা ও কুলতলি থানার বিভিন্ন এলাকা থেকে চুরি করেছিল। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের জিজ্ঞেসাবাদ করে পুলিশ আরও কিছু চোরাই জিনিস পএ উদ্ধার করতে পারে বলে মনে করা হচ্ছে।
https://youtu.be/y5zL0XERle4


Comments