top of page
Search

পড়ুয়াদের শিল্প সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষন দিতে ফলতার শিল্প কারখানা পরিদর্শন এস ভি আই এস টি কলেজের

পড়ুয়াদের শিল্প সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষন দিতে ফলতার শিল্প কারখানা পরিদর্শন এস ভি আই এস টি কলেজের



উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,দ:২৪ পরগনা :

ree

ree

রাজ্যে শিল্প হয় না,কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয় এই সবের মাঝে পড়ুয়াদের শিল্প মুখী করতে এগিয়ে এলো এস ভি আই এস টি কলেজ।শিল্প ও ফিল্ড ভিজিটের মধ্যে দিয়ে শিল্প অভিজ্ঞতা বৃদ্ধিতে উদ্যোগী হলো তারা।স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SVIST)এর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগ গত বৃহস্পতিবার ও সোমবার শিক্ষার্থীদের শিল্প অভিজ্ঞতা ও ব্যবহারিক শিক্ষা বাড়ানোর লক্ষ্যে একাধিক শিল্প ও ফিল্ড ভিজিট করে।গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের ফলতা সংলগ্ন Alom Poly Extrusions Ltd. এবং Alom Aluminium Pvt. Ltd(প্রসিদ্ধ পলিমার ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারী সংস্থা) শিল্প পরিদর্শন করে। এর পরে সোমবার তাদের নিয়ে ফলতা শিল্প নগরীর Datre Corporation Ltd.এ ভিজিট করে,এখানে ভারতীয় রেলওয়ের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনের কাজ পর্যবেক্ষণ করে তারা।এই ভিজিটগুলির মাধ্যমে শিক্ষার্থীরা উৎপাদন প্রক্রিয়া, শিল্প পরিচালনা এবং ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। পাশাপাশি, তারা ইন্টার্নশিপ, প্লেসমেন্ট ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্পর্কেও অবগত হয়।এই উদ্যোগ সম্পর্কে এস ভি আই এস টির প্রিন্সিপাল ড : সোনালি ঘোষ বলেন,SVIST সবসময় একাডেমিয়া ও শিল্প ক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরিকে অগ্রাধিকার দিয়ে এসেছে। প্লেসমেন্ট ড্রাইভ ও কর্পোরেট সংযোগ কর্মসূচির পাশাপাশি এই ধরনের ভিজিট শিক্ষার্থীদের শিল্প মান পূরণে প্রস্তুত করে এবং তাদের কর্মজীবনে সাফল্যের পথ প্রশস্ত করে।এই কলেজের সহকারী অধ্যাপক ও যৌথ HOD (ECE বিভাগ) শীর্ষেন্দু ভট্টাচার্য বলেন,এই ভিজিটগুলি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি তাদের শিল্পক্ষেত্রের প্রত্যাশা ও উদ্ভাবনের সঙ্গে সমন্বিত হতে সহায়তা করে।এই ভিজিটেরকনভেনর তথা এই কলেজর সহকারী অধ্যাপক ও ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার ড: আতাউর সাফি রহমান বলেন,আমরা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও শিল্প নেতৃত্বের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভিজিট তাদের কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।এদিন এই ভিজিটগুলিতে দিকনির্দেশনা দেন ড:আতাউর সাফি রহমান, শীর্ষেন্দু ভট্টাচার্য. অনিন্দ্য ঘোষ এবং রাজু পাল।এই ধরনের কার্যক্রমের মাধ্যমে SVIST শিক্ষার্থীদের কর্মজীবন উন্নয়ন, শিল্প-প্রস্তুতি এবং সার্বিক পেশাগত বিকাশে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের শিল্প কারখানা পরিদর্শন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের অভিজ্ঞতার মাধ্যমে যথেষ্ট উপকৃত হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে।

 
 
 

Recent Posts

See All
বারুইপুরে টোটো চুরির পান্ডা গ্রেপ্তার, উদ্ধার সাতটি চোরাই টোটো গাড়ি

বারুইপুরে টোটো চুরির পান্ডা গ্রেপ্তার,উদ্ধার সাতটি চোরাই গাড়ি সংবাদদাতা ,বারুইপুর: অবশেষে বারুইপুরে টোটো চুরির পান্ডাকে গ্রেপ্তার করলো...

 
 
 

Comments


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page