বৃত্তি পরীক্ষার বিশেষ বিজ্ঞপ্তি
- gangayo sundarbon barta
- Oct 22, 2024
- 1 min read
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ,প: ব:
|| জরুরি বিজ্ঞপ্তি ||
গত দু'দিন সারা রাজ্যে পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। কিন্তু আসন্ন
" ডানা " সাইক্লোনের কারণে সরকার ২৩- ২৬ অক্টোবর ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে আজ রাত ৯ টায় অনুষ্ঠিত পর্ষদের এক জরুরি সভার গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকর করার জন্য আবেদন জানানো হচ্ছে।
(১) আগামীকাল যথারীতি পরীক্ষা যেমন চলছে, তেমন চলবে।
(২) আগামীকাল পরীক্ষার শুরুতে
উপস্থিত অভিভাবকদের জানিয়ে দিতে হবে যে, ২৪ ও ২৫ তারিখের পরীক্ষা ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
(৩) এই মর্মে স্কুল কর্তৃপক্ষের অনুমোদন অবশ্যই সংগ্রহ করতে হব। উপরন্তু স্কুলের গেটে চোখে পড়ার মত হাতে লেখা পোস্টার কয়েকটি সেঁটে দিতে হবে।
(৪) ৪ নভেম্বর পূর্ব নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট জেলাগুলির মধ্যে উত্তরপত্র সকাল ১১ টায় বিনিময়
হবে।
(৫) এই সংবাদ জেলার সর্বত্র আজ রাতের মধ্যে কত দ্রুত পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করবেন।
তপন কুমার সামন্ত
সম্পাদক
২২.১০.২৪
কলকাতা
Comments