https://youtu.be/Bqzk9aC2GZY পুরো ভিডিও টি দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন
পুলিশকর্মীদের দাবি মেনে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে এবার তৈরি হলো পুলিশ জিমনেসিয়াম। মূলত পুলিশ কর্মীদের শরীরচর্চার জন্য এটি ব্যবহার করা হবে। আপাতত কাকদ্বীপের বামুনের মোড়ের একটি ভাড়া বাড়িতে এটি চালু হলো। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি শ্রীসরাম ঝাঝারিয়া এই জিমনেসিয়াম সেন্টারে উদ্বোধন করেন। এদিন এছাড়া উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখার্জি। পুলিশের জিমনেসিয়ামের পাশাপাশি এদিন সুন্দরবন পুলিশ জেলার অফিসের কনফারেন্স রুমের উদ্বোধন করা হয়। এই কনফারেন্স রুমে একসাথে ৮০ জনের উপস্থিতিতে যে কোনো আলোচনা সভা করা যাবে। এ বিষয়ে পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বলেন,পুলিশ কর্মীদের দাবি মেনে শরীরচর্চার জন্য পুলিশ জিমনেসিয়াম সেন্টার উদ্বোধন করা হলো। এ ছাড়া একটি কনফারেন্স রুমের ও উদ্বোধন করা হয়েছে। এদিন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে আগামী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি উপর একটি বৈঠক করা হয়। উচ্চপদস্থ আধিকারিকদের সামনে গঙ্গাসাগর মেলার অতীতের কিছু তথ্য চিত্র ও তুলে ধরেন পুলিশ সুপার।এছাড়া আগামী বছরের গঙ্গাসাগর মেলা নিয়ে নানান পরিকল্পনার বিষয় গুলি ও এই বৈঠকের মাধ্যমে উঠে আসে।
Comments