বার্তা সংবাদদাতা ,বারুইপুর : বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে থ্যালাসেমিয়া কন্ট্রোল ও কেয়ার ইউনিট চালু নিয়ে বিতর্ক । বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে থ্যালাসেমিয়া কন্ট্রোল ও কেয়ার বিভাগ চালু নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষকে অন্ধকারে রেখেই এই কাজ হয়েছে বলে অভিযোগ। বিধায়ক বিমান বন্দোপাধ্যায় বলেন, আমাকে জানানোই হয় নি। যদিও এই প্রসঙ্গে হাসপাতালের সুপার ডঃ ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকেই সবাইকে জানানো হয়েছিল। সোম বার সুপার স্পেশালিটি হাসপাতালের তৃতীয় তলায় এই বিভাগ চালু হয়েছে। জানা গিয়েছে, ৬ টি শয্যা রাখা হয়েছে।প্রথমে থ্যালাসেমিয়া রোগীদের হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসককে দেখাতে হবে। তারপরে রোগের গুরুত্ব বুঝে রক্তের স্যাম্পেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে। তারপরেই তার চিকিৎসা শুরু হবে। রক্ত কোথা থেকে রোগী পাবে এই ব্যাপারে সুপার বলেন, ব্লাড ব্যাঙ্কে মজুত রক্ত দেওয়া হবে, কিন্তু যদি না থাকে তবে রোগীকে রক্ত বাইরে থেকেই আনতে হবে। সোমবার ও শুক্র বার এই পরিষেবা সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত দেওয়া হবে।
top of page
bottom of page
Comments