বারুইপুরে বিজেপি কর্মী খুনের পুনর্নির্মাণ করলো পুলিশ
- gangayo sundarbon barta
- Aug 26
- 1 min read
বারুইপুরে বিজেপি কর্মী খুনের পুনর্নির্মাণ করলো পুলিশ
সংবাদদাতা,বারুইপুর : দাদাকে কিভাবে খুন করা হয়েছে নিজেই দেখালেন খুনে অভিযুক্ত ভাই বারুইপুরে।বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে নৃশংস ভাবে খুন করা হয়।এই ঘটনায় মৃতের ভাইকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ মঙ্গলবার।বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসের খুনের ঘটনায় মঙ্গলবার বড় পদক্ষেপ নিল পুলিশ।অভিযুক্ত ভাই সন্দীপ বিশ্বাসকে বারুইপুর সংশোধনাগার থেকে এনে ঘটনার পুনর্নির্মাণ করায়। বিজেপির দাবি,গত ৮ ই আগস্ট রাতে বিজেপি দল করার অপরাধে বাড়িতে ঢুকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় ২২ বছরের রাজীবকে। ইতিমধ্যেই পরিবারের সদস্যসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
Comments