কাজল মিত্র :- দূর্গাপূজা শেষ হতেই রাজ্যে জুড়ে শুরু হয়েছে বিভিন্ন ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের পুরনো কর্মীদের সম্বর্ধনা দিতে চায় তৃণমূল কংগ্রেস। তাতে তাঁরা উজ্জীবিত হবেন। আর সংগঠনের কাজে আরও মনোনিবেশ করবেন।
বিজয়া সম্মিলনীর দৌলতে আগামী নির্বাচনের আগে জনমতের ভিত আরও মজবুত করতেই এই আয়োজন বলে ধারণা রাজনৈতিক মহলে। আর সেইমত বারাবনি বিধান সভার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে বারাবনি ব্লকের পানুড়িয়া পঞ্চায়েত এর হাটতলা ফুটবল ময়দানে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি কোহিনুর মজুমদার,বারাবনী বিধান সভার বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয় ,
মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তি,বারাবনি ব্লক তৃণমূলের -সভাপতি তথা
পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং ।
এদিন উপস্থিত প্রধান অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনার পাশাপাশি
দলের পুরনো নেতা–কর্মীকে মঞ্চে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট এবং দলীয় উত্তরীয় পরিয়ে এই সম্বর্ধনা ও সন্মানিত প্রদান করা হয় ।
এদিন বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি কোহিনুর মজুমদার জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর নির্দেশে রাজ্যে জুড়ে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী
অনুষ্ঠান ।তিনি এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই সিপিএম ও বিজেপি কে একযোগে আক্রমণ করে বলেন বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা ও চক্রান্তে শুরু করেছে তা কোনদিনই সার্থক হবেনা কারন এরাজ্যে যে উন্নয়ন হয়েছে তাছারা রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প রয়েছে সেই সব মানুষ ভুলে যাবেনা ।সিপিএম আমলে কী হয়েছিল, বিজেপিশাসিত রাজ্যে কী হচ্ছে, তা মানুষকে আর বোঝাতে হবে না কারন সবই বোঝে।
আগামী দিনে বাংলার সার্বিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস সব সময় এগিয়ে রয়েছে।
বিরোধীরা একের পর এক চক্রান্ত শুরু করেছে সন্দেশখালীর পর এবারে আর জি কর কান্ড নিয়ে মানুষের মনে ভুল ধারণা ঢোকাচ্ছে। আরজি করে যে ঘটনা ঘটেছে তা নিতান্তই দুঃখজনক তা বলে এই ঘটনাকে রাজনৈতিক রঙ দিয়ে বিরোধীরা রুটি শেখার চেষ্টা করছে।
এদিন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানান
বারাবনি বিধানসভার সমস্ত কর্মীদের আরো সক্রিয় ভাবে একজোট হয়ে কাজ করতে হবে।যদি কেও দলকে
ভালনা বাসে তাহলে তাকে দলথেকে সরে নিজেথেকেই সরে যাওয়া দরকার ।লোকসভা নির্বাচনে বারাবনি ব্লকে দু একটি বুথ ছাড়া বাকিগুলোতে ভালোই ফলাফল করেছে । তবে আগামী বিধানসভা নির্বাচনে এখন থেকেই সকল কর্মীদের পাড়ায় পাড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প গুলোকে তুলে ধরতে হবে।
এদিন বারাবনি ব্লকের তৃণমূল সভাপতি অসিত সিং জানান তিনি এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন আর এক বছর পরই বিধানসভা নির্বাচন বারাবনি ব্লকের কিছু কিছু এলাকা খারাপ হলেও এলাকার কর্মীরা সক্রিয় রয়েছে তবে কিছু জায়গা ভুল রয়েছে সেগুলোকে সঠিক করে তোলা হবে।
এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন মালা বাউড়ি ,পূজা মান্ডি, বারাবনি ব্লক তৃণমূলের সহ-সভাপতি কেশব রাউথ,
সহ ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানেরা ।
Comments