মাঝ নদীতে নৌকাডুবি।
- gangayo sundarbon barta
- Oct 23, 2021
- 1 min read
https://youtu.be/rzx1yp3ihlI পুরো ভিডিও টি দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন।
মাঝ নদীতে নৌকাডুবি। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার মেরীগঞ্জ এলাকায়।আচমকাই পিয়ালি নদীতে ডুবে যায় নৌকাটি। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। যদিও কোন বড় ধরনের ঘটনা ঘটে নি। মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে নৌকায় থাকা যাত্রীদের চিৎকারে নদীর তীরে থাকা এলাকার মানুষজন উদ্ধারে কাজে ঝাঁপিয়ে পড়েন। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দা আতিহার রহমান জানান, এদিন হাটবার ছিল। মহিষমারি হাট থেকে নৌকাটি যাত্রী বোঝাই করে আসছিল মাঝ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। বেশ কিছু ছোট ছেলে ও মহিলারাও ছিলেন এই নৌকায়। বাঁচাও বাঁচাও চিৎকারে ছুটে গিয়ে উদ্ধার করি। তবে রাত হওয়ায় কেউ নিখোঁজ আছে কি না বলা যাচ্ছে না। তাঁর আরোও অভিযোগ এখানে সেতু অর্ধেক হয়ে পড়ে রয়েছে। বাকি অংশে নৌকার মাধ্যমে পারাপার হয়। মেরিগঞ্জ গ্রাম থেকে মহিষমারি বাজারে যাবার পথে দুর্ঘটনা বলে খবর।এবিষয়ে বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার বলেন,প্রায় ৩০ জন যাএী নিয়ে নৌকাটি পারাপার করেছিল বলে জানা গেছে।কেন এত জন যাএী নিয়ে নৌকাটি পারাপার করেছিল তা দেখা হচছে।
Comments