top of page
Search

রাজ্যে নিষিদ্ধ হলো গুটকা,পানমশলা, তামাক জাত প্রণ্য

রাজ্যে এক বছরের জন্য নিষিদ্ধ হল গুটখা, তামাকজাত পণ্য।

রাজ্যে গুটখা ও পান মশলার উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ালো রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। সোমবার রাতে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ৭ নভেম্বর থেকে বাংলায় গুটখা, পানমশলা প্রভৃতি তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ এবং সেবন নিষিদ্ধ। আপাতত এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত বছরেও গুটখা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ করা হয়েছিল। সেই মেয়াদ শেষের আগেই নতুন নির্দেশিকা জারি করা হল। আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাক জাত পান মশলার উত্‍পাদন, মজুত, বিক্রি বা বণ্টন নিষিদ্ধ করা হল। নির্দেশিকায় সই রয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দফতরের ডিরেক্টর তপন কান্তি রুদ্রের।তবে তামাক জাত দ্রব্য ব্যবহারের উপর আগেই বিধিনিষেধ জারি থাকলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তামাকজাত দ্রব্য বিক্রি।

২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৩- সালের ২৩ এপ্রিল রাজ্যে নিষিদ্ধ হয় গুটখা ও পান মশলা। এরপর ধাপে ধাপে তা বাড়ানো হয়।এখন দেখার এই নিয়মটা কতটা কার্যকর হয়।

ree

 
 
 

Comments


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page