রূপনারায়নপুরে একটি বেসরকারি মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
- gangayo sundarbon barta
- Oct 29, 2024
- 1 min read
কাজল মিত্র:-সালানপুর ব্লকে অন্তর্গত রূপনারায়নপুরে একটি বেসরকারি মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।সোমবার দিন তিনি নিজে ফিতে কেঁটে মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের উদ্বোধন করেন।এদিন তিনি জানান এই হাসপাতালে হওয়ায় দুই রাজ্যের মানুষের সুবিধা হবে।কারণ একটাই রূপনারায়ানপুর হলো বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগা।যেমন রূপনারায়ানপুরের মানুষ উপকৃত হবে তেমনি ঠিক জামতোড়া নলা এলাকার মানুষও উপকৃত হবে।এবং যেহেতু এটা একটা মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল তৈরি হচ্ছে তাই মানুষ সব রকম সুবিধা পাবেন।গ্রামাঞ্চল এলাকায় এত সুন্দর একটা উদ্যোগে নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।
পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট
コメント