র্যাপিডো চালকের ফোন ছিনতাইয়ের চেষ্টা, না পেতেই চপারের কোপ, গ্রেফতার ২ সোনারপুরে
- gangayo sundarbon barta

- Sep 16, 2025
- 1 min read
Updated: Oct 5, 2025

সংবাদদাতা,সোনারপুর : ছিনতাই কারীদের ধরতে গিয়ে রক্তাক্ত র্যাপিডো চালক। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে পিঠ ক্ষতবিক্ষত হলেও ছিনতাইকারীদের পিছু ছাড়েননি তিনি। শেষ অবধি ধরা পড়ে দুষ্কৃতীরা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা। রবিবার রাত দেড়টা নাগাদ মালঞ্চ থেকে মল্লিকপুরের দিকে যাচ্ছিলেন মহম্মদ মেহবুব নামে ওই র্যাপিডো চালক ।মেহবুব জানান, তিনি রোজই ওই রুটে যাতায়াত করেন। রবিবার অনেক রাতে যাত্রী নামিয়ে যাচ্ছিলেন। তাঁর গাড়ির সামনেই ছিল তাঁর মোবাইল ফোন। হঠাৎই বাইক আরোহী দু’জন এসে তাঁর বাইকের হ্যান্ডল ধরে টান মারে।একজন মোবাইল ফোন ধরে টানতে থাকে, অন্য জন সমানে তাঁর পিঠে কোপাতে থাকে। এক সময়ে ফোনটা কেড়েও নেয় তারা।তবে মেহবুব হাল ছাড়েননি। চিৎকার করতে করতে ছিনতাইকারীদের পিছনে বাইক নিয়ে ছোটেন।সেই চিৎকার শুনে এলাকার বেশ কয়েকজন বেরিয়ে আসেন। সকলে মিলে ধরে ফেলেন দুষ্কৃতীদের। ততক্ষণে মেহবুবের জামা রক্তে ভেসে যাচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। দুই ছিনতাইবাজকে ধরে নিয়ে যায় তারা। মেহবুবকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে ভর্তি আছে সে।ধৃত দুই অভিযুক্ত মল্লিকপুর এলাকার বাসিন্দা। পুলিশ তাদের জেরা করে ঘটনাস্থল সংলগ্ন একটি মাঠ থেকে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও চপার দিয়ে হামলার অভিযোগ রয়েছে। এই ঘটনায় হতচকিত এলাকার লোকজন।






Comments