কাজল মিত্র :-সামনেই মা কালীর পুজো। তার আগেই চারপাশ সেজে উঠছে আলোকসজ্জায়। তাই কালীপুজোর আগে চারপাশে শুরু হয়েছে সাজো সাজো রব।প্রত্যেক বছর কালীপুজো উপলক্ষে প্রতিটি মন্দিরে মন্দিরে মায়ের পুজো হয় আর সেইমত কলকাতা এলাকাতেও শ্যামসুন্দরী মায়ের পুজো হয়।এই মায়ের দর্শন করতে
ভক্তদের প্রচুর ভিড় জমে।আর এবার সেই শ্যাম সুন্দরী মায়ের অবিকল রূপ দিয়ে ফুটিয়ে তুললেন পাণ্ডবেশ্বর এর এক মেকাপ আর্টিস্ট নাম অর্পিতা মন্ডল ।শ্যাম সুন্দরী মায়ের এই বিশেষ রূপ তুলে ধরে নিজের হাতের জাদুতে দুর্দান্ত রূপসজ্জার মাধ্যমে এই অসাধ্য সাধন করেছেন মেকআপ আর্টিস্ট অর্পিতা মন্ডল। শিল্পী জানিয়েছেন মায়ের এই রূপ ফুটিয়ে তোলার স্বপ্ন তার বহুদিনের। দীর্ঘ চারবছর ধরে পরিকল্পনার পর সম্প্রতি তিনঘন্টা প্রচেষ্টার শেষে এই কাজ সম্পন্ন করতে পেরেছেন তিনি। যার জন্য তিনি মনে করেন মা কালী না চাইলে বোধহয় তার পক্ষে এই কাজটা করা সম্ভব হতো না।সবশেষে তিনি তার টিমের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ।
সেই সাথে তিনি জানান এটি কোন মূর্তি নয় মানুষের শরীরেই করা হয়েছে মায়ের রূপদান।সুমন কুমারী নামের মডেল এর বন্ধ চোখের ওপরেই চক্ষুদান ।এটি কোন মূর্তি নয় একেবারে জীবন্ত মা কালী।
Comments