স্কুলে দৌড়তে গিয়ে আচমকা মৃত্যু ঘটলো নবম শ্রেণির এক ছাত্রের সোনারপুরে
- gangayo sundarbon barta

- Oct 11, 2025
- 1 min read
স্কুলে দৌড়তে গিয়ে আচমকা মৃত্যু ঘটলো নবম শ্রেণির এক ছাত্রের সোনারপুরে
সংবাদদাতা ,সোনারপুর : স্কু

লে স্পোর্টস ক্লাসে দৌড়তে গিয়ে মৃত্যু ঘটলো নবম শ্রেণির এক ছাত্রের।বছর পনেরোর অর্কদীপ এ দিন সহপাঠীদের সঙ্গে স্কুলে দৌড় শুরু করেছিল।স্কুলে স্পোর্টস ক্লাসে দৌড়তে গিয়ে মৃত্যু ঘটে নবম শ্রেণির ছাত্রের।পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল। সেখানে ১৫ বছরের অর্কদীপ বাগও উপস্থিত ছিল। এ দিন সে সহপাঠীদের সঙ্গে স্কুলে দৌড়াচ্ছিল। মাঝ পথে আচমকাই অর্কদীপ মাটিতে লুটিয়ে পড়ে। সেই সময়ে শিক্ষক ও স্কুলকর্মীরা তড়িঘড়ি অর্কদীপকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা অর্কদীপকে মৃত ঘোষণা করেন। তবে কী ভাবে অর্কদীপের মৃত্যু হলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রের খবর,অর্কদীপ রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। সে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ দিন দুপুরে অর্কদীপের মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছতেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। স্কুলে অর্কদীপের মৃত্যুর খবর শোনার পরেই শোকস্তব্ধ তার সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা। স্কুলে এ ভাবে পড়ুয়ার মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। গোটা ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না? এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না? পুলিশ তা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই পুলিশ স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।তবে এই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ এলাকা।






Comments