
সাত সকলে ভয়াবহ পথ দূর্ঘটনা, আহত একাধিক
- gangayo sundarbon barta
- Aug 21
- 1 min read
সংবাদ দাতা :- উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :-বৃহস্পতিবার সকালে পথ দূর্ঘটনা জয়নগরে।আহত একাধিক।এদিন সকাল সাতটা নাগাদ জয়নগর থানার উওর দূর্গাপুর পঞ্চায়েতের মুচিপাড়া এলাকায় জয়নগর মুখী একটি টাটা সুমো ও বহড়ু মুখী একটি মোটর ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে মোটরভ্যান চালক সহ টাটা সুমোয় থাকা কয়েকজন আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে ভর্তি করায়।আহতদের মধ্যে মোটরভ্যান চালকের আঘাত গুরুতর।খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ।পুলিশ এসে ক্ষতিগ্রস্থ গাড়ি দুটিকে জয়নগর থানায় নিয়ে যায়।এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
Comments