top of page
Search

স্থানীয় যুবকদের ও পুলিশের সহায়তায় ৬ বছর ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধা জয়নগর থেকে ঘরে ফিরলো

https://youtu.be/B1OaYdQInOY পুরো ভিডিও টি দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন।



উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : স্থানীয় যুবকদের ও পুলিশের সহায়তায় ৬ বছর ধরে নিখোঁজ থাকা ৬৫ বছরের এক বৃদ্ধা অবশেষে ঘরে ফিরলো।ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানা এলাকার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, জয়নগর থানার শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকায় বুধবার লক্ষ্মী পূজার দিন স্থানীয় যুবকরা এক বৃদ্ধা কে এদিক ওদিক ঘোরাঘুরির করতে দেখেন।ও দিন রাতে স্থানীয় একটি দোকানের সামনে রাত কাটান ঐ বৃদ্ধা।পরেরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবকরা পাড়ার আমরা সবাই সমিতিতে নিয়ে আসেন ঐ বৃদ্ধা কে।সেখানে দুপুরবেলা ভাত মাছ তরকারি সহযোগে খাওয়ানোর ব্যবস্থাও করেন তাঁরা।সেখানে ঐ বৃদ্ধার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয় সমিতির পক্ষ থেকে। কিন্তু তিনি কিছুই বলতে পারছিলেন না।শেষে কাগজ পেন দিয়ে লিখতে বলা হলে সেখানে তিনি নিজের নাম, স্বামীর নাম ও ঠিকানা লেখেন।তখন জানা যায় বৃদ্ধার নাম দৌপ্রদী বালা প্রামানিক(৬৫),বাড়ি বাঁকুড়ার তালডাংরা এলাকায়। ক্লাবের ছেলেরা কাল বিলম্ব না করে ইন্টারনেট থেকে বাঁকুড়ার তালডাংরা থানার ফোন নম্বর জোগাড় করে তালডাংরা থানায় এ ব্যাপারে কথা বলে সেখান থেকে বৃদ্ধার পরিবারের খোঁজ পায়।এ ছাড়া ক্লাবের পক্ষ থেকে জয়নগর থানার আই সি অতনু সাঁতরাকেও ব্যাপারটি জানানো হয়।এরপরে জয়নগর থানার পক্ষ থেকে তালডাংরা থানায় যোগাযোগ করা হয়। ওদিকে আমরা সবাই সমিতির যুবকেরা ঐ বৃদ্ধার মেয়ের সাথে যোগাযোগ করেন। মেয়ে উমা মন্ডল ও নাতনি অনামিকা মন্ডলের সাথে যোগাযোগ করেন তাঁরা। বৃহস্পতিবার রাতে জয়নগর থানার পক্ষ থেকে জয়নগর থানায় নিয়ে আসা হয় ঐ বৃদ্ধাকে এবং ওনার মেয়েকে ও খবর দেওয়া হয় থানার পক্ষ থেকে শুক্রবার সকালে জয়নগর থানার আসার জন্য।সেই মতো শুক্রবার সকালে জয়নগর থানায় এসে পৌঁছোয় ঐ বৃদ্ধার মেয়ে উমা মন্ডল ও নাতনি অনামিকা।জানা যায়, তাদের আসল বাড়ি বাঁকুড়ার তালডাংরায়। গত বিশ বছর ধরে তাঁর মা মানসিক ভারসাম্যহীন। তাঁরা বর্তমানে উত্তর ২৪ পরগনার নিমতা থানার বিরাটি সরদার পাড়া এলাকায় থাকে। তাঁর বাবা মদন প্রামানিক কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। গত তিন বছর আগে তিনি প্রয়াত হন। আর তাঁর আগে থেকেই তাঁর মা দ্রৌপদী নিখোঁজ হয়ে যায় নিমতা থেকে।গত ২০১৫ সালের ৯ ই সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এ ব্যাপারে নিমতা থানায় তাঁরা নিখোঁজের ডায়েরি ও করেছিল।বৃদ্ধার একটি মাত্র মেয়ে।এদিন জয়নগর থানায় মাকে নিতে এসে মাকে পেয়ে খুব খুশি মেয়ে উমা ও নাতনি অনামিকা।কাশিমপুর আমরা সবাই সমিতির সদস্য উদ্ধার কারী যুবক শোভন কয়াল বলেন, উনি স্পষ্ট করে কিছু বলতে পারছিলেন না। আমাদের দেখে সন্দেহ হয় যে উনি কোন ভালো বংশের থেকে চলে এসেছেন। আমরা অনেক চেষ্টা করেও কিছু জানতে না পেরে কাগজ ও পেন দিলে উনি নাম-ঠিকানা লিখে দেন এবং আমরা বিভিন্ন সূএ মারফত যোগাযোগ করি ওনার মেয়ে ও নাতনির সঙ্গে। ভিডিও কলে কথা বলানো হয় মা ও মেয়ের সাথে।বৃদ্ধাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। জয়নগর থানার আইসি অতনু সাঁতরা এ ব্যাপারে বলেন, ৬ বছর ধরে নিখোঁজ থাকা একজন বৃদ্ধাকে তাঁর পরিবার হাতে তুলে দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমার থানা এলাকার যুবকদের এই কাজ আর ও মানুষের কাজে লাগবে।

 
 
 

Comments


Post: Blog2_Post

Contact

+91 6295 843 516 / +91 6294664319

©2021 by GANGAYO SUNDARBAN BARTA. Proudly created with Wix.com

bottom of page