সুন্দরবনের হোগল সেতুর সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি প্রাক্তন মন্ত্রীর
- gangayo sundarbon barta
- Oct 25, 2021
- 1 min read
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সুন্দরবনের হোগল সেতু সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন প্রাক্তন মন্ত্রী।প্রায় ১৫ বছর আগে বাম আমলে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বাসন্তী ও সোনাখালির মধ্যে সংযোগকারি সেতু হিসাবে হোগল নদীর ওপর হোগল সেতু তৈরি করা হয়েছিল। সুন্দরবনের বাসন্তীতে এই সেতু নির্মাণের ফলে সুন্দরবনের মানুষের যাতায়াতের সুবিধা হচছিল। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এই কংক্রিটের সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সুন্দরবনে পর্যটকদের যাতায়াতের অন্যতম প্রধান সেতুর মধ্যে পড়ে এটি। কিন্তু রক্ষনাবেক্ষনের অভাবে ব্যস্ততম এই সেতুর ওপর দিয়ে সারাক্ষন গাড়ি চলাচলের ফলে সেতুর ওপর বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়ে গেছে। এমনকি সেই সব গর্ত থেকে লোহার রড বের হয়ে এসেছে। ক্রমেই বিপদজনক হয়ে উঠছে সেতুর উপরের রাস্তা। ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। বিষয়টি জানতে পারার পরই প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল ওই সেতুর সংস্কার করার উদ্যোগ নিয়েছেন। বিধায়ক শ্যামল মন্ডল জানালেন, সুন্দরবনের খুবই গুরুত্বপূর্ণ সেতু এই হোগল সেতু। তবে সেতুটির রাস্তা খারাপ হয়েছে। তাই দ্রুত সংস্কারের প্রয়োজন। গত বছর টেন্ডারের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। ৩৮ লক্ষ টাকা খরচ ধরা হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য কাজ আটকে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। কিন্তু কাজটি দ্রুততার সঙ্গে শেষ করা প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রী ও পূর্ত দপ্তরের আধিকারিকের কাছে সংস্কারের কাজ দ্রুত করার জন্য আবেদন জানিয়েছি।
Comments