সকাল থেকে জরুরী ভিত্তিক শুরু হলো বিভিন্ন জায়গায় মাইকিং প্রচার এবং প্রশাসনিক বৈঠকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
- gangayo sundarbon barta
- Oct 23, 2024
- 1 min read
আজ ২৩ শে অক্টোবর উত্তর আন্দামান সাগরে থাকা ঘূর্ণা বার্তটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। বকখালি ও পুরীর উপকূল থেকে প্রায় ৫৫২ কিমি দূরে রয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে ১০০ কিমি প্রতি ঘন্টায়। আজ দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় ডানায় পরিণত হবে। সম্ভাব্য ল্যান্ডফল জোর হতে পারে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলীয় অঞ্চল । আছড়ে পড়ার সম্ভাবনা। এক জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এখনো পর্যন্ত লাল, হলুদ, কমলা সংকেত রয়েছে। বর্তমান সর্তকতা রয়েছে, সকাল থেকে ফেজারগঞ্জ কোস্টাল থানার ওসি নেতৃত্বে নৌপথে ডাঙ্গাপথে প্রচার শুরু হয়েছে। কাকদ্বীপ এস ডি ও অফিসে প্রশাসনিক বৈঠক শুরু করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এখন সবাই উদ্বিগ্নে অবস্থা রয়েছেন।
কাকদ্বীপ থেকে তপন কুমার দাসের রিপোর্ট
Commentaires