কাজল মিত্র:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত ডেমোমেন স্থিত নেতাজি আই হাসপাতাল প্রাঙ্গনে প্রত্যেক মাসে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে আসানসোলের এক সামাজিক সঙ্গস্থা সোসিও ফাউন্ডেশন ও নেতাজি আই হসপিটাল।
সামাজিক সঙ্গস্থা সোসিও ফাউন্ডেশন এবং নেতাজি আই হসপিটালের যৌথ উদ্যোগ গত মাস থেকে শুরু করেছে বিভিন্ন এলাকার গরিব দুঃস্থ মানুষদের সারা মাসের খাদ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ। সেই মতে আজ রবিবার সকালে ১১ টায় দ্বিতীয় মাসেও আবার বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দিল সমাজসেবী সংস্থা সোসিও ফাউন্ডেশন এবং নেতাজি আই হাসপাতাল। গত মাসে ৩৬ জন পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছিল আজ দ্বিতীয় মাসে ৪০ জন
পরিবারের হাতে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল আজকের এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
হিমাদ্রি শেখর চক্রবর্তী
ম্যানেজিং ট্রাস্টি সোসিও ফাউন্ডেশন, অরিন্দম ভট্টাচার্জি প্রেসিডেন্ট ট্রাস্টি,
অনন্যা ভট্টাচার্জি রায় সেক্রেটারি, বেবি কুমারী
Ast সেক্রেটারি কবিতা বরাট ট্রেজারার আদিত্যে কুমার মাহতাব আলম খান সহ অনেকে।
Kommentare