সরকারি উদ্দ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ শিবির জয়নগর টাউনহলে
- gangayo sundarbon barta
- Oct 1, 2021
- 1 min read
https://youtu.be/wxsBLZ7nr0s বিস্তারিত খবর দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন ।


উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর ঃমানুষের চোখ অমূল্য।আর সেই চোখের চিকিৎসার জন্য এবার এগিয়ে এলো রাজ্য সরকার। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ও জয়নগর মজিলপুর পৌরসভার সহযোগিতায় বিনা ব্যয়ে ৪৫ অনুর্দধ ব্যক্তিদের চোখের চিকিৎসা ও চশমা বিতরণের কর্মসূচী হয়ে গেল শুক্রবার দুপুরে জয়নগর টাউনহলে।এদিন পৌর এলাকার শতাধিক মানুষের চোখের পরীক্ষা ও চশমা বিতরণ করা হলো এই কর্মসূচির মধ্যে দিয়ে। এ ব্যাপারে শিবিরে থাকা জয়নগর ১ নং ব্লকের পদ্মেরহাট গ্রামীন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ দেবনাথ বিশ্বাস বলেন,এই কর্মসূচি সারা রাজ্যে পালন করা হচ্ছে। গরীব মানুষদের বিনাব্যয়ে চোখের পরীক্ষা ও চশমা তুলে দেওয়া হচছে এই শিবিরের মধ্যে দিয়ে।
Comments