সরকারি বাস চলাচল ও রাজ্য সম্মেলন বাতিল করানোর প্রতিবাদে এপিডিআরের পথসভা জয়নগরে
- gangayo sundarbon barta
- Nov 14, 2021
- 1 min read
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার পথে নেমে আন্দোলনে এপিডিআরের সদস্যরা। গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির হুগলির শেওড়াফুলিতে ২৮ তম রাজ্য সন্মেলনের অনুমতি বাতিলের প্রতিবাদে শনিবার বিকালে এক পথসভা অনুষ্ঠিত হয়ে গেল এপিডিআরের গোচরন-দঃবারাশত শাখার উদ্যোগে। জয়নগর থানার সরবেড়িয়া বাজারে হওয়া এই পথ সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার আন্দোলনের অন্যতম মুখ রঞ্জিৎ শূর,এপিডিআরের জেলা সম্পাদক আলতাফ আহামেদ সহ আরো অনেকে।স্থানীয় কুলপি রোড সংস্কার এবং নিয়মিত বাস চালুর দাবী ও জানানো হয় এদিনের এই সভা থেকে।দীর্ঘ প্রায় দু বছর ধরে কুলপি রোডের বেহাল দশা।বহু মুমূর্ষু রুগি কলকাতায় যাওয়ার পথেই মৃত্যু বরন করে এই বেহাল রাস্তার কারনে।এই রাস্তা তাই দ্রুত সংস্কার করার দাবী জানানো হয় এদিন।প্রতিদিন সাধারণ মানুষকে নিত্য হয়রানির মধ্যে দিয়ে কলকাতায় কাজে যেতে হয়।অন্য দিকে লোকাল ট্রেন চালু হলে ও সকালের লক্ষ্মীকান্তপুর- বারুইপুর লোকাল ট্রেন বাতিল থাকায় বহু মানুষকে নিত্য হয়রানির স্বীকার হতে হচ্ছে। অবিলম্বে বন্ধ ট্রেন চালুর দাবী ও কুলপি রোডে সরকারি বাস চালুর দাবী জানানো হয় এদিন।
Comments