প্রথমে অনলাইনে সমস্ত তথ্য জমা দিতে প্রকল্প সফল ভাবে রূপায়ণের জন্য ফের কেন্দ্রের স্বীকৃতি এল।
নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নাগরিক পরিষেবাকে নিয়ে দেশের পুরসভাগুলির
মধ্যে একটি প্রতিযোগিতা করে থাকে কেন্দ্র। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরসভাগুলিকে
এবার সাফল্যের স্বীকৃতি পেল রাজ্যেরটি পুরসভা। নিকাশি, পানীয় জল সরবরাহ সহ নানা পরিষেবার
জন্য কেন্দ্র অম্রুত প্রকল্পে অর্থ দেয় পুরসভাগুলিকে। সেই অর্থের সঠিক ব্যবহারের জন্য দেশের মধ্যে
রাজ্যের ১১টি পুরসভা সেরার পুরস্কার পাচ্ছে। এর মধ্যে রয়েছে দেশের সবচেয়ে ‘অপরিষ্কার শহর’
তকমা হাওয়া হাওড়াও। আগামী ৫ মার্চ দিল্লিতে পুরসভাগুলির হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পের কাজের নথি ঠিক মতো জমা না দেওয়ার জন্য
ওই প্রকল্পগুলির টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে শাসকদল। প্রধানমন্ত্রীকে
একাধিক বার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ সবে বরফ না গলায় রাজ্য সরকার নিজ
উদ্যোগে ১০০ দিনে কাজের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে আবাস যোজনার কাজ চালু
রাখার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এই পরিস্থিতে কেন্দ্রের স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।
Kommentare