top of page
Search
Writer's picturegangayo sundarbon barta

জুনিয়র ডাক্তারদের উদ্দেশে ইমেল করলেন মুখ্যসচিব,

লাবনী নস্কর - জুনিয়র ডাক্তাররা লাগাতার কর্মবিরতি এবং এখন আমরণ অনশন করছেন। মাঝে দেখা যায়, দ্রোহের কার্নিভাল। কিন্তু জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এই আবহে আজ জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে যান মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। তারপরই সোমবার জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বৈঠকে আসার আহ্বান করে ইমেল করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। অনশন তুলে নেওয়া পর বৈঠক হবে। শনিবার দুপুরে ‘ন্যায়বিচার যাত্রা’ শুরু হয়েছে। সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ‘ন্যায়বিচার যাত্রা’র মিছিল করা হয়। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বললেন, ‘‌সময়ে আসতে হবে। ১০ জনের বেশি যেন কেউ না যান।’‌ পাল্টা জুনিয়র ডাক্তারেরা বলেন, ‘আমরা সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে যাব। উনি আমাদের দাবি মেনে নিন। আমরাও কাজে ফিরতে চাই।’‌ আজকের ইমেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ১০টি দাবি নিয়ে কথা হয়েছে তার উল্লেখ করা হয়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশন তুলে নিতে অনুরোধ করেছেন বলেও লিখেছেন মুখ্যসচিব। অনশন তুলে নেওয়া পর বৈঠক হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের বলেন, ‘পায়ে ধরে অনুরোধ করছি। অনশন তুলুন। আমি দিদি হিসেবে বলছি। আন্দোলন থেকে সরে এসো। কাজে যোগ দাও। আমি মানবিকতার পক্ষে। আমিও জাস্টিস চাই। কিন্তু হাসপাতালে যদি সাধারণ মানুষ পরিষেবা না পান তাঁরা কোথায় যাবেন?’‌ তবে ইমেলে যে ১০টি দাবির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল—তদন্তে দেরি না করে বিচার দেওয়া, ডিউটি রুম–রেস্ট রুম–সহ সিসিটিভি লাগানো এবং জল–আলোর ব্যবস্থা করা, কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা যা ইতিমধ্যেই শুরু হয়েছে, ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম, পুরুষ–মহিলা পুলিশ নিয়োগ, স্বাস্থ্যসচিব বদল হবে না, চিকিৎসক–নার্সদের শূন্যপদ পূরণ, গ্রিভ্যান্স সেল তৈরি হয়েছে, নিরাপত্তার কমিটি গড়া হয়েছে। তারপর জুনিয়র ডাক্তাররা সাংবাদিকদের বলেন, ‘৭১ দিন পরেও শুনতে হচ্ছে উনি দাবিগুলিই জানেন না! সোমবার আমরা ওঁর দেওয়া সময়েই বৈঠকে যাব। সরাসরি আমাদের মুখ থেকে শুনলে হয়ত ওঁর বুঝতে সুবিধা হবে।’‌ এই আবহে ইমেল মারফত ১০ দফা দাবি জানিয়ে তার ব্যবস্থা নেওয়ার উল্লেখ করেছেন মুখ্যসচিব। ইতিমধ্যেই বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাই অবিলম্বে অনশন তুলে নিতে অনুরোধ করা হয়েছে। অনশন তুলে নেওয়া পর বৈঠক হবে। সোমবার ১০ জন প্রতিনিধি নিয়ে ৪৫ মিনিটের বৈঠক হবে বলে জানানো হয়েছে।

1 view0 comments

Recent Posts

See All

কালী পূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে বস্ত্র বিতরণ কর্মসূচী

কাজল মিত্র :-কালী পূজা উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ও ফুলবেরিয়া পঞ্চায়েত এর সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচী করা...

সমাজসেবী সংস্থা শশীও ফাউন্ডেশন ফের এক মাসের খাদ্যসামগ্রী তুলে দিলেন ৪০ জন পরিবারের হাতে।

কাজল মিত্র:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত ডেমোমেন স্থিত নেতাজি আই হাসপাতাল প্রাঙ্গনে প্রত্যেক মাসে বিনামূল্যে...

কুলটি সেল কারখানায় ৫টি শ্রমিক সংগঠনের ডাকে একদিন ব্যাপি ধর্মঘট।

কাজল মিত্র :- AITUC , BMS, ,সহ পাঁচটি সর্ব ভারতীয় ট্রেড ইউনিয়নের ডাকে ষ্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের রাজ্যের সবকটি স্টিল প্লান্টের...

Bình luận


Post: Blog2_Post
bottom of page